Xiaomi করলো পর্দাফাস Redmi 10 কোন স্পেসিফিকেশন্স যুক্ত হবে, 50MP ক‍্যামেরা থেকে শুরু করে 5000mAh ব‍্যাটারী পর্যন্ত এখানে দেখুন পুরো ডিটেইলস

Xiaomi নিজের আগামী স্মার্টফোন Redmi 10 এর লঞ্চের প্রস্তুতি করছে। এই ফোনের অপেক্ষা ইন্ডিয়ান ইউজাররা করছে। বিগত দিনে এই ফোনটি সম্পর্কে বহু লিক সামনে এসেছে কিন্তু লঞ্চের উৎসাহে শাওমি এমন একটি ভুল করে দিয়েছে যে নিজে থেকেই ফোনটিকে নিজের ওয়েবসাইটে অফিসিয়াল করে দিয়েছে। ফোনটিকে কোম্পানি ওয়েবসাইটে লাইভ করায় এর ফুল স্পেসিফিকেশন্স সামনে এসে গেছে। অথচ ভুল বুঝতে পেরেই শাওমি রেডমি 10 এর পেজ ডিলিট করে দিয়েছে, কিন্তু ততক্ষণে এই ফোনের বহু গুরুত্বপূর্ণ ডিটেইলস পর্দাফাস হয়ে গেছে।

শাওমির ভুলে রেডমি 10 এর পেজ লাইভ করে দেওয়ায় জানা গেছে যে এই মোবাইল ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজল্যুশন এর 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে সাপোর্ট করবে যা 90 হার্টস রেটে কাজ করবে। এটি একটি পাঞ্চহোল স্ক্রিধ হবে যা কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড। জানা গেছে যে Redmi 10 কে পলিকার্বোনেট বডিতে বানানো হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেলে থাকা সেল্ফি ক‍্যামেরা স্ক্রিনের উপরের দিকে ঠিক মাঝখানে হবে।

Redmi 10 কে অ্যান্ড্রয়েড 11 আধারিত মিইউআই 12.5 এ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসর এর সাথে মিডিয়াটেক হেলিয়ো জি88 চিপসেটে রান করবে। ওয়েবসাইটে এই ফোনটিকে তিনটি ভেরিয়েন্টে দেখানো হয়েছিল যার মধ্যে 4GB RAM + 64GB Storage, 4GB RAM + 128GB Storage আর 6GB RAM + 128GB Storage আছে।

ফোটোগ্রাফির জন্য Xiaomi Redmi 10 কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে যার মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সাথেই এই ফোনটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করবে। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই রেডমি ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার কথাও জানা গেছে ওয়েবসাইটে‌র মাধ্যমে।

Redmi 10 একটি ডুয়াল সিম ফোন যা 4জি সাপোর্ট করবে। 3.5মিমি জ‍্যাক আর বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই সিকিউরিটির জন্য যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটি 18ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকে‌র 5,000এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট করবে। ফোনে 9ওয়াট রিভার্স চার্জিং‌ও আছে। এই ফোনের ডায়মেনশান 161.95 × 75.53 × 8.92মিমি আর ওজন 181 গ্রাম বলা হয়েছে এবং শাওমি রেডমি 10 মার্কেটে Carbon Gray, Pebble White আর Sea Blue কালারে সেলের জন্য উপলব্ধ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here