Xiaomi আর Realme এর মাঝে শুরু হয়ে গেল বাক যুদ্ধ, একজন অন‍্যকে ‘Copy cat’ বললো

চিনি স্মার্টফোন নির্মাতা কোম্পানি কোম্পানি Xiaomi আর Realme এর মাঝে আবারো টুইটের মাধ্যমে ঝগড়া শুরু হয়ে গেছে। আসলে দুটি কোম্পানি ভারতীয় বাজারে নিজের বাজেট স্মার্টফোনে‌র জন্য পরিচিত। আবার এখন এই কোম্পানি‌গুলির মাঝে বাজারের সাথে সাথে এখন সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম টুইটারে লড়াই দেখা যাচ্ছে। আসলে এই বার এই দুটি কোম্পানির মাঝে চলা লড়াইয়ের শুরু Realme এর আপকামিং Fan Festival এর টুইট থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন: এখন জ্বরও মাপা যাবে মোবাইলে! ইনবিল্ট থার্মোমিটারের সাথে লঞ্চ হলো এই অসাধারণ স্মার্টফোন, এর সাথেই দেওয়া হয়েছে 8500mAh এর ব‍্যাটারী

Xiaomi আর Relame এর মাঝের লড়াই

Realme এর আধিকারিক টুইটার হ‍্যান্ডেল থেকে করা Fan Festival সম্পর্কে করা টুইটে Redmi Business এর ডায়রেক্টার স্নেহা তায়ানবালা রিটুইট করে এটিকে একটি ‘Copy Cat’ অ্যাক্ট বলেছে। এছাড়া স্নেহা নিজের টুইটে Realme এর VP মাধব শেঠকে ট‍্যাগ করে লিখেছে, “কতা কপি করবেন মাধব শেঠ স‍্যার? ইভেন্ট পেজ মেক আপ পাঠাবো কি, যা আপনার টিমের কিছু সময় বাচাবে।”

Realme এর জবাব

Xiaomi এর টুইটের জবাবে Realme India আর Europe এর CMO ফ্র‍্যান্সিস ওয়াং লিখেছেন, “বিশ্বাস হচ্ছে না যে কোন পপিউলার ব্র‍্যান্ডে‌র ডায়রেক্টার এইরকম করতে পারে। এই সময় সবাইকে নিজের বিজনেসে ফোকাস করা উচিৎ। নিজের মুখ বন্ধ রেখে প্রোডাক্টকে বলতে দিন।”

আপনারা যেমন দেখতে পাচ্ছেন, তায়ানবালা রিয়েলমি‌কে “কপিক‍্যাট” ব্র‍্যান্ড বলেছে। অবাক করার কথা হলো যে এটি প্রথমবার না যে Xiaomi এর কেউ এরকম শব্দের ব‍্যবহার করে Realme কে Xiaomi Global VP এর রূপে বর্নিত করার জন্য করেছে আর ভারতের এমডি মানু জৈন‌ও গত বছর জানুয়ারি‌তে এরকম শব্দের ব‍্যবহার করেছিল। এর আগে Realme এর CEO মাধব শেঠ 2019 এ Realme 3 এর লঞ্চ ইভেন্টে অপ্রতক্ষ ভাবে Xiaomi এর মজা করেছিল, যখন তিনি বলেছিলেন, “আমরা বিজ্ঞাপন বিক্রি করিনা, আমরা ফোন বিক্রি করি।”

আরও পড়ুন: OnePlus 9T না, OnePlus 9 RT হবে ইন্ডিয়াতে লঞ্চ! পাওয়া যাবে এই স্পেসিফিকেশন্স

এই বছরের শুরু থেকেই এই দুটি স্মার্টফোন ব্র‍্যান্ডে‌র মাঝে একটি অসাধারণ প্রাইস বার দেখা গেছে। অনেক দিন ধরে কোম্পানি দুটি প্রায় নিজের প্রোডাক্ট এক‌ই প্রাইস রেঞ্জে লঞ্চ করছে। এইটুকু‌ই না দুটি কোম্পানি গত বছর প্রত‍্যেক মাসে নিজের কোনো না কোনো প্রোডাক্ট বাজারে এনেছে। সবচেয়ে মজার কথা হলো যে এই দুইজনের স্মার্টফোনে‌র দাম প্রায় এক‌ইরকম হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here