OnePlus 9T না, OnePlus 9 RT হবে ইন্ডিয়াতে লঞ্চ! পাওয়া যাবে এই স্পেসিফিকেশন্স

OnePlus সম্পর্কে একটি খবর ইন্টারনেটে দেখা যাচ্ছে যে কোম্পানি জলদি নিজের নতুন স্মার্টফোন OnePlus 9T টেক মার্কেটে আনবে। কোম্পানির শেয়ার করা একটি টুইটের পরে এই খবরটি আরো তুঙ্গে উঠেছে। আবার আজকে ওয়ানপ্লাস সম্পর্কিত আরো বড়ো খবর সামনে এসেছে যার মধ্যে কোম্পানি আগামী স্মার্টফোনে‌র নাম OnePlus 9 RT জানিয়েছে। অর্থাৎ OnePlus 9T লঞ্চ হবে কিনা তা এখনো নিশ্চিত না কিন্তু এখন OnePlus 9 RT স্মার্টফোনে‌র লঞ্চের তথ্য নিউজে ছেয়ে আছে।

আরও পড়ুন: গেমিঙের দুনিয়ায় তুলকালাম করতে আসছে Nubia Red Magic 6S, 120W ফাস্ট চার্জিং থাকবে এতে

OnePlus 9 RT সম্পর্কিত খবর টেক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রাল এর মাধ্যমে পাওয়া গেছে। এই ওয়েবসাইট দাবি করেছে যে ওয়ানপ্লাস কোম্পানি নিজের নতুন স্মার্টফোন OnePlus 9 RT তে কাজ করছে আর এই মোবাইল ফোনটিকে অক্টোবর মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। আপনাকে মনে করিয়ে দিই যে ওয়ানপ্লাস 9 সিরিজে কোম্পানি OnePlus 9R, OnePlus 9 আর OnePlus 9 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এরকম মনে করা যেতে পারে যে ওয়ানপ্লাস 9 আরটি এই সিরিজের সবচেয়ে ছোট মডেল ওয়ানপ্লাস 9 আর এর‌ই আপগ্রেডেড ভার্সন।

OnePlus 9 RT এর স্পেসিফিকেশন্স

ওয়ানপ্লাস 9 আরটি সম্পর্কে এই রিপোর্টে বলা হয়েছে যে এই মোবাইল ফোনটিকে 120হার্টস রিফ্রেশরেটের ডিসপ্লেতে লঞ্চ করা হবে যা অ্যামোলেড প‍্যানেলে তৈরি হবে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 এ লঞ্চ করা হবে যার সাথে অক্সিজেন‌ওএস 12 দেখা যাবে। শোনা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ফোন এই স্ক্রিনে লঞ্চ হয়নি এমতাবস্থায় OnePlus 9 RT OxygenOS 12 এর সাথে লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোন।

আরও পড়ুন: Jio Exclusive offer এর সাথে আসলো itel A48 স্মার্টফোন, 6399 টাকায় ফোনের সাথে পাওয়া যাবে 4500 টাকার একস্ট্রা সুবিধা

OnePlus 9 RT সম্পর্কে বলা হয়েছে যে প্রসেসিং এর জন‍্য এই ফোনে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 870প্লাস চিপসেট দেখা যেতে পারে আবার ফোটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোনটিকে 50 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর যুক্ত করা যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওয়ানপ্লাস 9 আরটিতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়ার কথা বলা হয়েছে যা 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত হবে। রিপোর্টে এও পরিস্কার বলা হয়েছে যে ওয়ানপ্লাস 9 আরটি লিমিটেড মার্কেটে লঞ্চ করা হবে আর এতে ইন্ডিয়ার‌ নাম‌ও আছে।

OnePlus 9R India Price

ওয়ানপ্লাস 9 আর এর দামের কথা বলা হলে এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে দুটি ভেরিয়েন্টে সেলের জন্য উপলব্ধ। ফোনের বেস ভেরিয়েন্টে 8 GB RAM + 128 GB Storage দেওয়া আছে যেটিকে 39,999 টাকা দামে কেনা যাবে। এইভাবেই 12 GB RAM + 256 GB Storage এর বড়ো ভেরিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস 43,999 টাকা। এই ফোনটি Carbon Black আর Lake Blue কালারে বিক্রি‌র জন্য উপলব্ধ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here