দাম কমলো Samsung Galaxy A50 এর, জেনে নিন নতুন দাম

সাউথ কোরিয়ার অন‍্যতম বড় ইলেকট্রনিক কোম্পানি Samsung তাদের মিড রেঞ্জ স্মার্টফোন Galaxy A50 এর দাম কমিয়েছে। ফোনটির দাম 1,500 টাকা কমানো হয়েছে। ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্ম থেকে নতুন দামে কেনা যাবে। কোম্পানি এবছর ফেব্রুয়ারিতে ফোনটি লঞ্চ করেছে।

ASUS আনতে চলেছে ডুয়েল স্লাইডার প‍্যানেল‌ওয়ালা ফোন, পিছিয়ে পড়বে Samsung Galaxy A80

নতুন দাম
1,500 টাকা দাম কমার পর Samsung Galaxy A50 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 18,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ভেরিয়েন্টের দাম আগে 19,990 টাকা ছিলো। এছাড়া ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 22,990 টাকা থেকে কমে 21,490 টাকা হয়ে গেছে।

স্পেসিফিকেশন
কোম্পানি তাদের এই ফোনটি গ‍্যালাক্সি এম সিরিজের মতো ইনফিনিটি ইউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে ছোট একটি “ইউ” শেপের নচ আছে। স‍্যামসাং তাদের এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লঞ্চ করেছে। Samsung Galaxy A50 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা চিপসেটসহ লঞ্চ করা হয়েছে।

Samsung বদলে দেবে স্মার্টফোনের ইতিহাস! আসতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Galaxy A70S

কোম্পানি Samsung Galaxy A50 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং অপর ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি এ7 এর মতো এই ফোনেও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি দেওয়া হয়েছে ও এই সেট‌আপের তৃতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের। এই দুটি সেন্সর‌ই এফ/2.2 অ্যাপার্চারযুক্ত। সেলফির জন্য Samsung Galaxy A50 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus 7 Pro আমাজন ইন্ডিয়াতে গড়লো রেকর্ড, জেনে অবাক হতে হয়

Samsung Galaxy A50 তে বিক্সবে শর্টকাট বাটন দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ডুয়েল সিম ও 4জি সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ব্ল‍্যাক, হোয়াইট, ব্লু ও কালার লাইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here