চীনে লঞ্চ হল Xiaomi Civi 5 Pro, স্টাইলিশ লুকের সঙ্গে রয়েছে শক্তিশালী ফিচার, জেনে নিন দাম

Xiaomi চীনে তাদের Civi সিরিজের অধীনে প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi Civi 5 Pro লঞ্চ করেছে। এই ফোনে সুন্দর ডিজাইন, Leica ক্যামেরা এবং অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। এতে 6.55-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, Snapdragon 8s Gen 4 চিপসেট, 16GB RAM + 512GB স্টোরেজ, 6000mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Xiaomi Civi 5 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Xiaomi Civi 5 Pro ফোনে 6.55-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। TCL C8 অয়ানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য Xiaomi Civi 5 Pro ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি রয়েছে। ফোনটি Android 15 বেসড HyperOS 2 কাস্টম স্কিনে কাজ করে। সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 825 GPU দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Xiaomi Civi 5 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS সহ 50MP Omnivision Light Hunter 800 প্রাইমারি Leica Summilux সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল Omnivision লেন্স এবং 50MP ফ্লোটিং টেলিফটো Samsung JN5 লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP হাই রেজোলিউশন Samsung ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Xiaomi Civi 5 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য ফিচার

ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। X-axis linear vibration motor এর দৌলতে এই ফোনে ভালো হ্যাপ্টিক ফীডব্যাক পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, LDAC, LHDC 5.0 সাপোর্ট এবং IR ব্লাস্টার যোগ করা হয়েছে। Xiaomi Civi 5 Pro ফোনে WiFi 7/6/5, Bluetooth 5.4, NFC এবং USB-C পোর্ট রয়েছে।

ওজন এবং ডায়মেনশন

এই ফোনটির ওজন 184 গ্রাম এবং ডায়মেনশন 7.45mm। ডিজাইন ও স্টেবিলিটির দিক ফনিত ইউজারদের পছন্দ হবে বলে মনে করা হচ্ছে।

Xiaomi Civi 5 Pro ফোনের দাম

  • চীনে Xiaomi Civi 5 Pro ফোনের সেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটির 12GB + 256GB ভেরিয়েন্ট 2,999 ইউয়ান, অর্থাৎ প্রায় 35,795 টাকা দামে পেশ করা হয়েছে।
  • এই ফোনের 12GB + 512GB ভেরিয়েন্ট 3,299 ইউয়ান, অর্থাৎ প্রায় 39,380 টাকা দামে সেল করা হবে।
  • একইভাবে 16GB + 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম রাখা হয়েছে 3,599 ইউয়ান, অর্থাৎ প্রায় 42,960 টাকা।
  • এই ফোনটি Nebula Purple, Iced Americano, Cherry Blossom Pink, White এবং black কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here