Xiaomi Mi Band 6 ভারতে AMOLED ডিসপ্লে, 14 দিনের ব‍্যাটারী ব‍্যাক‌আপের সাথে এই দিন হবে লঞ্চ, জেনে নিন এর সম্পূর্ণ বৈশিষ্ট্য

Xiaomi চলতি দিনে নিজের টেক ইভেন্ট Mi Smarter Living 2022 এর প্রস্তুতি নিচ্ছে। শাওমি এই ইভেন্টে নতুন IoT ডিভাইস ভারতে লঞ্চ করবে। কোম্পানির এই ইভেন্ট 26 আগস্ট আয়োজিত হবে। লঞ্চের আগে Xiaomi Mi Smarter Living 2022 এর মাধ্যমে বহু প্রোডাক্টের লঞ্চ টিজ করেছে। 26 আগস্ট লঞ্চ হতে চলা প্রোডাক্টে Mi Band 6 ও আছে। Xiaomi এর স্মার্ট ব‍্যান্ড সিরিজ ভারতে অনেকটাই পপিউলার। শাওমি কিছু দিন আগেই এই ব‍্যান্ড চীনে লঞ্চ করেছে। এর সাথেই কোম্পানি Mi Band 6 এর ইন্ডিয়া লঞ্চ কন্ফর্ম করেছে। এখানে আমরা আপনাকে Xiaomi Mi Band 6 এর স্পেসিফিকেশন্স, ফিচার আর অন‍্যান‍্য ডিটেইলস সম্পর্কে বলবো।

আরও পড়ুন: Exclusive: লঞ্চের আগে দেখে নিন Samsung Galaxy M52 5G, Galaxy M32 5G এর ফুল স্পেসিফিকেশন্স

Xiaomi Mi Band 6 ভারতে হবে লঞ্চ

Xiaomi কন্ফর্ম করেছে যে Mi Band 6 ভারতে লঞ্চ করা হবে। শাওমির এই নতুন স্মার্ট ব‍্যান্ড 26 আগস্ট লঞ্চ করা হবে। Xiaomi সম্পর্কে গুজব শোনা যাচ্ছে যে কোম্পানি Mi Smarter Living 2022 ইভেন্টে বহু প্রোডাক্ট লঞ্চ করবে। এতে Wi-Fi রাউটার, সিকিউরিটি ক‍্যামেরা আর নতুন নোটবুক‌ও আছে।

Xiaomi Mi Band 6 স্পেসিফিকেশন্স আর ফিচার

Mi Band 6 কে শাওমি চীনে পেশ করেছে। এই ব‍্যান্ডে কোম্পানি 1.56 ইঞ্চির AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে দিয়েছে। এর সাথেই এতে 125 mAh এর ব‍্যাটারী দিয়েছে, যেটি সম্পর্কে শাওমির দাবি যে এটি সিঙ্গেল চার্জে 14 দিন পর্যন্ত ব‍্যাক‌আপ অফার করবে। এই ব‍্যান্ডে 30 টি স্পোর্টস মোড দেওয়া আছে। এর সাথেই ছয়টি অ্যাক্টিভিটি যেমন ওয়াক, রানিং, ইন্ডোর ট্রেডমিল আর সাইক্লিং অটো ডিটেক্ট করে। এর সাথেই এটি 24×7 ব্লাড প্রেশার মনিটার, ব্লাড অক্সিজেন লেভেল মনিটার আর স্লিপ ট্র‍্যাকিং এর মতো ফিচারের সাথে আসে।

আরও পড়ুন: এখন জ্বরও মাপা যাবে মোবাইলে! ইনবিল্ট থার্মোমিটারের সাথে লঞ্চ হলো এই অসাধারণ স্মার্টফোন, এর সাথেই দেওয়া হয়েছে 8500mAh এর ব‍্যাটারী

Xiaomi Mi Band 6 দাম

শাওমি Mi Band 6 কে অরেই, ইয়েলো, অলিভ গ্রিন, ব্ল‍্যাকের মতো কালার অপশনে পেশ করেছে। আমরা আশা করছি যে Mi Band 6 কে ভারতে 3,000 টাকার কম দামে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here