আগামী মাসে ভারতে লঞ্চ হবে Redmi 9 ও Xiaomi Mi 10 সিরিজ, জানা গেল এক্সক্লুসিভ তথ্য

চীনের অন‍্যতম টেক কোম্পানি Xiaomi তাদের ঘরোয়া মার্কেটে অর্থাৎ চীনে দুটি শক্তিশালী স্মার্টফোন Mi 10 ও Mi 10 Pro লঞ্চ করেছে। হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত এই ফোনদুটি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে এন্ট্রি নিয়েছে। কিছু দিন আগে এই দুটি ফোন‌ই ভারতের সারৃটিফিকেশন সাইট BIS এ লিস্টেড হয়েছিল। এরপর থেকেই মনে করা হচ্ছে Mi 10 ও Mi 10 Pro ফোনদুটি খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে। এবার আমরা শাওমির Mi 10 ও Mi 10 Pro এর লঞ্চ সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। এটুকুই নয়, আমরা আরও জানতে পেরেছি কোম্পানি তাদের রেডমি সিরিজেও নতুন ফোন Redmi 9 পেশ করতে চলেছে। 

আরও পড়ুন: জানা গেল Black Shark 3 এর স্পেসিফিকেশন, 12 জিবি র‍্যাম ও 65 ওয়াট চার্জিং সাপোর্টের সঙ্গে থাকবে স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট

আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছি যে শাওমি ভারতে Mi 10 ও Mi 10 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমরা জানতে পেরেছি এই ফোনদুটি মার্চ মাসের মাঝামাঝি অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভারতে পেশ করে দেওয়া হবে। শাওমি এই লঞ্চ ইভেন্টের আয়োজন করে অফিসিয়ালি এই ফোনদুটি মার্কেটে লঞ্চ করবে। আমাদের সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি তাদের এই ইভেন্টের মঞ্চে Mi 10 ও Mi 10 Pro এর সঙ্গে সঙ্গে তাদের রেডমি সিরিজেও নতুন ফোন লঞ্চ করবে যা Redmi 9 নামে পেশ করা হবে। একদিকে যেমন ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে কোম্পানি Mi 10 ও Mi 10 Pro স্মার্টফোন মার্কেটে লঞ্চ করবে তেমনই আবার লো বাজেট সেগমেন্টে তার Redmi 9 পেশ করবে।

Xiaomi Mi 10

কোম্পানি তাদের Xiaomi Mi 10 ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল কার্ভড এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং শাওমি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিইউআই 11 এ কাজ করে। প্রসেসিঙের জন্য Xiaomi Mi 10 এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই চিপসেট 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল OPPO Reno 3 Pro এর ক‍্যামেরা ডিটেইলস, এতে থাকবে 2টি ফ্রন্ট ও 4টি রেয়ার ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Xiaomi Mi 10 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং এই সেট‌আপের প্রাইমারি সেন্সরটি 108 মেগাপিক্সেলের ISOCELL Bright HMX সেন্সর। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে সাওয়াব ব‍্যাক‌আপের জন্য Xiaomi Mi 10 এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,780 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

Xiaomi Mi 10 Pro 

এই ফোনটি আসলে Xiaomi Mi 10 এর‌ই বড় মডেল। এই ফোনেও 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। কোম্পানি Xiaomi Mi 10 Pro ফোনটিও কার্ভড ডিজাইনের সঙ্গে তৈরি করেছে এবং এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যোগ করা হয়েছে। Xiaomi Mi 10 Pro একটি 5জি স্মার্টফোন এবং এটিও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত মিইউআই 11 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: Realme 6 Pro তে থাকবে Snapdragon 720G চিপসেট, ডুয়েল পাঞ্চ-হোল ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 5 মার্চ লঞ্চ হবে ভারতে

ফোটোগ্রাফির জন্য কোম্পানি তাদের Xiaomi Mi 10 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 108 মেগাপিক্সেলের ISOCELL Bright HMX সেন্সর দেওয়া হয়েছে যার সঙ্গে 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এক‌ইভাবে ফোনের ফ্রন্ট প‍্যানেলে দেওয়া পাঞ্চ হোলের মধ্যে 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে।  Xiaomi Mi 10 Pro তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 50 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

Redmi 9

কোম্পানির আগামী Redmi 9ফোনটি একটি বাজেট ক‍্যাটাগরি স্মার্টফোন হবে এবং শোনা যাচ্ছে এই ফোনটি মিডিয়াটেক জি70 চিপসেটে রান করবে। এই এক‌ই চিপসেট Realme C3 এর ক্ষেত্রেও দেখা গেছে। এই ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ পিক্সেল রেজলিউশনযুক্ত স্ক্রিন দেখা যাবে। Redmi 9 ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হবে। এখন‌ও পর্যন্ত পাওয়া আমাদের তথ্য অনুযায়ী Redmi 9 এ 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। আশা করা হচ্ছে শাওমি তাদের এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য বড় ব‍্যাটারী যোগ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here