জানা গেল Black Shark 3 এর স্পেসিফিকেশন, 12 জিবি র‍্যাম ও 65 ওয়াট চার্জিং সাপোর্টের সঙ্গে থাকবে স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট

আজকের দিনে দাঁড়িয়ে গেমি স্মার্টফোনের কথা উঠলে ASUS ROG ও Black Shark এর মতো শক্তিশালী ফোনগুলির নাম সবার আগে শোনা যায়। বিগত কিছু দিন ধরে Black Shark 3 ফোনটি ইন্টারনেটে ছেয়ে রয়েছে। এমনকি বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও বেঞ্চমার্কিং সাইটেও ফোনটি দেখা গেছে। এবার এই ফোনটিকে আরেকটি অন‍্যতম ওয়েবসাইট আনটুটুতে দেখা গেছে এবং এখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের‌ও উল্লেখ করা হয়েছে। Black Shark 3 সম্পর্কে বলা হয়েছে এই ফোনটি আগামী 3 মার্চ লঞ্চ করা হবে। Black Shark 3 ফোনটি কোম্পানির শক্তিশালী গেমিং ফোন হবে। এবার স্পেসিফিকেশন সামনে আসায় স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি অসাধারণ র‍্যাম ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: Realme 6 Pro তে থাকবে Snapdragon 720G চিপসেট, ডুয়েল পাঞ্চ-হোল ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 5 মার্চ লঞ্চ হবে ভারতে

আনটুটুতে Black Shark 3 ফোনটি Black Shark MBU-A0 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও এই ফোনটি লিস্টেড করা হয়েছে। তবে এখানে মডেল নাম্বার ছিল Black Shark KLE-A0। আনটুটুর লিস্টিঙে স্পষ্ট বলা হয়েছে এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হবে। লিস্টিং থেকে জানা গেছে Black Shark 3 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে।

আনটুটুর লিস্টিঙে বলা হয়েছে Black Shark 3 তে 12 জিবি শক্তিশালী র‍্যাম দেওয়া হবে। এই ফোনে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে। প্রসেসরের সঙ্গে সঙ্গে আনটুটুতে বলা হয়েছে Black Shark 3 তে উন্নত গ্ৰাফিক্সের জন্য অ্যাড্রিনো 650 জিপিইউ দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,720 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। এতে 3120 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেখা যাবে যার রিফ্রেশরেট হবে 90 হার্টস।

আরও পড়ুন: 6 জিবি র‍্যাম, 4230 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল OPPO A31

গীকবেঞ্চে বেঞ্চমার্কিং স্কোরের দিক থেকে Black Shark 3 ফোনটি সিঙ্গেল কোরে 4302 স্কোর পেয়েছে এবং মাল্টি কোরে ফোনটি পেয়েছে 12448 পয়েন্ট। জানিয়ে রাখি গীকবেঞ্চের এই লিস্টিং গত 22 ফেব্রুয়ারি করা হয়েছে। গীকবেঞ্চেও বলা হয়েছে Black Shark 3 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 যুক্ত হবে। আরও বলা হয়েছে Black Shark 3 তে Klein মডেল নাম্বারযুক্ত মাদারবোর্ড দেওয়া হবে যা 1.80 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে রান করবে।

Black Shark 2 Pro

কোম্পানি তাদের Black Shark 2 Pro গেমিং ফোনটি ডিসি গেমিং 2.0 ও লিকুইড কুলিং 3.0+ টেকনিক যোগ করেছে। এই টেকনোলজির ফলে ইউজারদের গেমিং এক্সপেরিয়েন্স আরও অসাধারণ ও স্মুথ করে তোলে। এই ফোনে দীর্ঘক্ষণ ধরে গেম খেললেও ইউজারদের ফোন গরম হ‌ওয়ার ঝামেলা পোহাতে হবে না। Black Shark 2 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্লাস চিপসেট দেওয়া হয়েছে যা জিপিইউ প্রসেসিংকে 15 শতাংশ পর্যন্ত বুস্ট করতে সক্ষম। এই ফোনে 675 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করা অ্যাড্রিনো 640 জিপিইউ আছে।

আরও পড়ুন: Realme 6 ফোনে ফোটো তুললেন সলমন খান, 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

Black Shark 2 Pro তে 6.39 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। এছাড়া এই ফোনের হাই টাচ স‍্যাম্পেলিং রেট 240 গিগাহার্টস। ফোটোগ্রাফির জন্য Black Shark 2 Pro তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Black Shark 2 Pro তে কুইক চার্জ 4.0 টেকনোলজি সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here