108 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে আসতে চলেছে Xiaomi Mi 10T Pro, লঞ্চের আগেই পাওয়া গেছে রিয়েল ফোটো

Xiaomi কিছু দিন আগে আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘মি 10’ সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Mi 10 Ultra নামে লঞ্চ করেছে যা অত্যন্ত শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত। এবার খবর পাওয়া গেছে যে কোম্পানি এই সিরিজে Xiaomi Mi 10T এবং Mi 10T Pro নামে আরও দুটি ফোন মার্কেটে আনতে চলেছে। একটি নতুন রিপোর্ট থেকে ফোনদুটির রিয়েল ফোটোর সঙ্গে সঙ্গে এদের ক‍্যামেরা ও প্রসেসর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

লুক

লিক হ‌ওয়া ফোটোয় শুধুমাত্র Xiaomi Mi 10T Pro এর ব‍্যাক প‍্যানেল‌ই দেখা গেছে। ফোনটির রেয়ার প‍্যানেল যথেষ্ট গ্লসি এবং শাইনি দেখতে এবং এটি কার্ভড এজযুক্ত। ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে সবার ওপরে একটি বড় সেন্সর আছে এবং এর নিচে পরপর তিনটি সেন্সর অবস্থিত ও একদম নিচের সেন্সরের পাশে হরাইজন্টাল শেপে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এই বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার এম্বেডেড করা হয়েছে।

অসাধারণ ক‍্যামেরা

Xiaomi Mi 10T Pro এর ফোটোয় ফোনটির ক‍্যামেরা সেট‌আপ অনেকটা গিম্বলের মতো স্টেবিলাইজেশন টেকনিকের সঙ্গে লঞ্চ হ‌ওয়া Vivo X50 Pro এর মতো দেখতে। মনে করা হচ্ছে এই আগামী ফোনে এই ধরনের ফিচার যোগ করা হবে। আবার লিক অনুযায়ী এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। অন‍্যদিকে Xiaomi Mi 10T তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকতে পারে।

প্রসেসর

লিক অনুযায়ী Xiaomi Mi 10T এবং Mi 10T Pro ফোনদুটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865+ SoC এর সঙ্গে লঞ্চ করা হবে। এই চিপসেটের দৌলতে এই ফোনে 5জি কানেক্টিভিটিও পাওয়া যাবে। লিক থেকে জানা গেছে Xiaomi Mi 10T তে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। তবে এই কথা অস্বীকার করা যায় না যে ফোনদুটি একাধিক ভেরিয়েন্টে এবং এর চেয়েও বেশি র‍্যামের সঙ্গে পেশ করা হতে পারে।

144Hz যুক্ত ডিসপ্লে

শোনা যাচ্ছে Xiaomi Mi 10T Pro তে এলসিডি প‍্যানেলে তৈরি 144 হার্টস রিফ্রেসরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। প্রসঙ্গত কিছু দিন আগে লঞ্চ করা Mi 10 Ultra তে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছিল। তবে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও Mi 10T Pro তে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 

5,000mAh ব‍্যাটারী

Mi 10T Pro তে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি তাদের Mi 10 Ultra তে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যোগ করেছে যা 50 ওয়াট ফাস্ট ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে। এই ফোনে 10 ওয়াট স্পীডে কাজ করা রিভার্স ওয়ারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে Xiaomi Mi 10T Pro তেও ওয়ারলেস চার্জিং ফিচার থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে Xiaomi Mi 10T এবং Mi 10T Pro এর সঠিক স্পেসিফিকেশন জানার জন্য ফোনদুটির লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here