স‍্যামসাং গ‍্যালাক্সি এ50, এ30 ও এ10 এর স্পেসিফিকেশন হল লিক, জেনে নিন পুরো ডিটেইলস

স‍্যামসাং সম্পর্কে দীর্ঘদিন ধরে লিক এসে চলেছে যে কোম্পানি গ‍্যালাক্সি এ সিরিজের নতুন ফোনের ওপর কাজ করছে। এই সিরিজের গ‍্যালাক্সি এ10, গ‍্যালাক্সি এ30 ও গ‍্যালাক্সি এ50 স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু রিপোর্ট পাওয়া গেছে, যেখানে এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের ওপর থেকে কবে পর্দা ওঠানো হবে তা এখনই সঠিক ভাবে বলা সম্ভব নয় তবে একটি নতুন মিডিয়া রিপোর্টে স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনের কথা বলা হয়েছে।

6 জিবি র‍্যাম, ট্রিপল ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ30, প্রাথমিক দাম হবে 14,990 টাকা

স‍্যামসাং সম্পর্কে এই বড় রিপোর্ট এম‌এসপি পাবলিশ করেছে। ওয়েবসাইটের রিপোর্টে গ‍্যালাক্সি এ10, গ‍্যালাক্সি এ30 ও গ‍্যালাক্সি এ50 এর ডিজাইন সম্পর্কে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফোন তিনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়েছে। স‍্যামসাঙের এই তিনটি ফোন‌ই গ‍্যালাক্সি এম সিরিজের মতো ইনফিনিটি বি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই স্মার্টফোনে বেজল লেস ডিসপ্লের ওপর “ভি” শেপের ছোট নচ দেখা যাবে। চলুন গ‍্যালাক্সি এ সিরিজের তিনটি ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক

স‍্যামসাং গ‍্যালাক্সি এ10
গ‍্যালাক্সি এ10 এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। কোম্পানি ফোনটি প্লাস্টিক বডির সঙ্গে পেশ করবে। এই ফোনে 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি এ10 এ 1.6 গিডাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সনস 7884ভি চিপসেট দেওয়া হতে পারে। কোম্পানি এই ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে পেশ করবে এবং এতে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

টেকনো লঞ্চ করল দুটি নতুন ফোন, 3 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে ডুয়েল রেয়ার ক‍্যামেরা, প্রাথমিক দাম 6,699 টাকা

গ‍্যালাক্সি এ10 এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি এ10 ব্ল‍্যাক ও গোল্ড কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ30
স‍্যামসাং গ‍্যালাক্সি এ30 ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি এ30 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে এবং অপরটিতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি থাকতে পারে। ফোনে 1.8 গিডাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সনস 7904 চিপসেট দেওয়া হতে পারে।

31 মার্চ পর্যন্ত বাছা যাবে চ‍্যানেল, ট্রাই পিছিয়ে দিল শেষ তারিখ

গ‍্যালাক্সি এ30 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে এবং এতে সেলফির জন্য এফ/1.9 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ50
গ‍্যালাক্সি এ50 ফোনটি স‍্যামসাং গ‍্যালাক্সি এ30 মতোই 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি এ50 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি থাকতে পারে এবং অন্য ভেরিয়েন্টটিতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হতে পারে। এই ফোনে 2.3 গিডাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সনস 9610 চিপসেট দেওয়া হতে পারে।

এক্সক্লুসিভ : 13,999 টাকা দামে লঞ্চ হবে 5,000 এমএএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামযুক্ত মোটো জি7 পাওয়ার

গ‍্যালাক্সি এ50 ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হতে পারে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারের 25 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এক‌ই ভাবে এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেল ও এফ/2.4 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের দুটি সেন্সর থাকবে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে এতে পাওয়ার ব‍্যাকআপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের ব‍্যাপারে স‍্যামসাং ইন্ডিয়ার সিএম‌ও এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রণজীব সিং বলেন, “স‍্যামসাং ইন্ডিয়া মার্চ মাসে গ‍্যালাক্সি এ সিরিজের নতুন ফোন আনতে চলেছে। এরপর কোম্পানি বছরের দ্বিতীয় ছয় মাসে প্রতি মাসে একটি করে গ‍্যালাক্সি এ ফোন লঞ্চ করবে। এই ফোনগুলি 10,000 টাকা থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে লঞ্চ করা হবে। আমরা গ‍্যালাক্সি এ সিরিজকে ভারতে 4 বিলিয়ন ডলারের ব্র‍্যান্ড বানাতে চাই।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here