শাওমি গত বছর ভারতে তাদের মি এ সিরিজের স্মার্টফোন সংখ্যা বাড়াতে মি এ2 স্মার্টফোন লঞ্চ করে। এবার নতুন বছরে কোম্পানি মি এ2 এর দাম কমিয়েছে, যার ফলে আশা করা হচ্ছে কোম্পানি 15-20 হাজার টাকার রেঞ্জে নতুন ফোন লঞ্চ করতে পারে। তবে এখনও পর্যন্ত এবিষয়ে কোনো লিক বা তথ্য জানা যায়নি। শাওমি মি এ সিরিজের এই অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের দুটি ভেরিয়েন্টের দাম 3,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। জেনে নেওয়া যাক বিভিন্ন ভেরিয়েন্টে কতটা থাম কমেছে।
শাওমি পোকো এফ2 এর কন্সেপ্ট রেন্ডার লিক হল, দেখে নিন কতটা স্টাইলিশ এই স্মার্টফোন
91মোবাইলসের পাওয়া তথ্য অনুযায়ী মি এ2 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন 13,999 টাকা দামে সেল করা হবে। এই ভেরিয়েন্টের দাম আগে 15,999 টাকা ছিল। অপরদিকে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি দাম কমানোর পর 15,999 টাকা রাখা হয়েছে। এর আগে ফোনটি 18,999 টাকা দামে বেচা হতো। এই স্মার্টফোন কম দামে অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে। তবে মি ডট কমে এখনও ফোনটির দুটি ভেরিয়েন্ট পুরোনো দামে সেল করা হচ্ছে।
শাওমি তাদের এই ফোনটি মেটাল ইউনিবডি ডিজাইনে পেশ করেছে। এই ফোনে 5.99 ইঞ্চির আইপিএস ফুল এইচডি+ স্ক্রিন আছে। এই স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। শাওমি মি এ2 এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 12 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স486 প্রাইমারি সেন্সর ও 20 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স376 সেকেন্ডারি সেন্সর আছে। দুটি ক্যামেরা সেন্সরই এফ/1.75 অ্যাপার্চারযুক্ত ও এআই পোর্ট্রেট মোড সাপোর্ট করে।
এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার জন্য ঝটকা, কমে গেল 90 লক্ষ সাবস্ক্রাইবার
মি এ2 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স376 ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সেলফি ক্যামেরাও এআই টেকনিকযুক্ত এবং লো লাইট ফোটোগ্ৰাফির জন্য এতেও ফ্ল্যাশ লাইট সাপোর্ট দেওয়া হয়েছে।
শাওমি মি এ2 তে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক টেকনিক দেওয়া হয়েছে। ডুয়েল সিম, 4জি ভোএলটিই, ওয়াইফাই ও ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি অপশনের সঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 3,010 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।