32 এমপি সেলফি ক‍্যামেরার সঙ্গে 23 আগস্ট আসতে চলেছে Xiaomi Mi A3, জেনে নিন এর ফিচার

Xiaomi এর Mi সিরিজ সম্পর্কে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল কোম্পানি এই সিরিজে তাদের নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে। কোম্পানি গত মাসে স্পেনে তাদের Mi A3 ফোনটি পেশ করেছে। এবার এই ফোনটির ভারতের লঞ্চ ডেট সম্পর্কে খবর পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন Xiaomi Mi A3 ভারতে লঞ্চ করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে এই ফোনটি আগামী 23 আগস্ট ভারতে লঞ্চ করা হতে পারে।

1 জিবিপিএস আল্ট্রা স্পীডের সঙ্গে লঞ্চ হলো জিও গিগাফাইবার, সঙ্গে টিভি ফ্রি, 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে বুকিং

প্রসঙ্গত Xiaomi Mi A3 ফোনটি গত বছর লঞ্চ করা কোম্পানির Mi A2 এর আপগ্ৰেডেড ভার্সন। এই ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং এর ওপর দিকে ছোট “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। ডিসপ্লের তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশন
Xiaomi Mi A3 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওসহ 1560 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.08 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ডিসপ্লের নাম ডটনচ ডিসপ্লে রেখেছে এবং এটি কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। কোম্পানির পক্ষ থেকে Xiaomi Mi A3 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

Jio ইন্টারনেটের সঙ্গে 4K LED TV ও Setup Box দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে

Xiaomi Mi A3 কোম্পানির পক্ষ থেকে 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা স্পেনে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। দুটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। উন্নত গ্ৰাফিক্সের জন্য Xiaomi Mi A3 তে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

ফোটোগ্ৰাফির জন্য Xiaomi Mi A3 এর ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সোনী সেন্সর আছে। এছাড়াও শাওমির এই নতুন ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Xiaomi Mi A3 তে কুইক চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here