1 জিবিপিএস আল্ট্রা স্পীডের সঙ্গে লঞ্চ হলো জিও গিগাফাইবার, সঙ্গে টিভি ফ্রি, 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে বুকিং

রিলায়েন্স ইন্ডাস্ট্রি গতকাল তাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের মঞ্চে তাদের জিও গিগাফাইবারের কমার্শিয়াল লঞ্চ করে দিয়েছে। ইভেন্টের শুরুতেই কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি কোম্পানির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান। মুকেশ আম্বানি বলেন 2019 সালে রিলায়েন্স জিও আইআর‌এল মোস্ট প্রফিটেবল কোম্পানির খেতাব জিতেছে। তিনি আরও বলেছেন গত অর্থনৈতিক বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি লাভ উপার্জন করা কোম্পানিতে পরিণত হয়েছে।

Jio ইন্টারনেটের সঙ্গে 4K LED TV ও Setup Box দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে

মুকেশ আম্বানি এরপর জিও গিগাফাইবার অফিসিয়ালি পেশ করেন। তিনি আরও বলেন যে জিওর 5জি নেটওয়ার্ক সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আবার 4জি যুক্ত ওয়ারলেস নেটওয়ার্ক 5জিতে পাল্টানোর কথাও বলা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী জিও হোম ব্রডব্যান্ড সার্ভিস, এন্টারপ্রাইজ সার্ভিস, ব্রডব্যান্ড ফর এস‌এম‌আই এর জন্য এবছর থেকেই কাজ শুরু হবে। পরবর্তী সময়ে প্রতিটি বাড়িতে কয়েকটি করে কানেক্টেড ডিভাইস রাখার ব‍্যাবস্থা নিচ্ছে কোম্পানি।

মুকেশ আম্বানির কথা অনুযায়ী আগামী দিনে 200 কোটি আইওটি ডিভাইস থাকবে। ইতিমধ্যে জিও গিগাফাইবারের 1600 শহরে 1.5 কোটি রেজিস্ট্রেশন জমা পড়েছে। আপাতত কোম্পানি 5 লক্ষ বাড়িতে ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করছে। আশা করা হচ্ছে এক বছরের মধ্যেই গোটা দেশে গিগাফাইবার ছেয়ে যাবে।

লঞ্চ হলো Samsung এর সবচেয়ে শক্তিশালী ডিভাইস Galaxy Note 10+, এর থেকে অনেক পিছিয়ে অন‍্যান‍্য স্মার্টফোন

পাওয়া যাবে এইসব সুবিধা
দেশের 1100 শহরে জিও গিগাফাইবারের কানেক্টিভিটি দেওয়া হবে। এছাড়াও এর সঙ্গে ইউজারদের আল্ট্রা এইচডি এন্টারটেইনমেন্ট, মাল্টি পার্টি ভিডিও কনফারেন্সের মতো পরিষেবা দেওয়া হবে। এর সঙ্গে টিভি সেট‌আপ বক্সের সাহায্যে আপনি আপনার টিভি স্ক্রিনে আল্ট্রা এইচডি এন্টারটেইনমেন্ট উপভোগ করতে পারবেন। আবার লিভিং রুমে বসে বহু মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে করা যাবে, এর লাইভ ডেমো মিটিংয়ের মঞ্চেই দেওয়া হয়েছে। এতে ভয়েস অ্যাক্টিভেটেড ভার্চুয়াল অ্যাসিসট‍্যান্ট পাওয়া যাবে যা আপনার সব কম‍্যান্ড মেনে চলবে।

জিও ফাইবারে পাওয়া যাবে 5টি সুবিধা-
হোম সার্ভেলান্স
হোম অটোমেশন
ল‍্যান্ডলাইন
ডিটিএইচ
ব্রডব্যান্ড

12 জিবি র‍্যাম ও 5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Note 10, দেখুন ফুল স্পেসিফিকেশন

5 সেপ্টেম্বর গিগাফাইবারের কমার্শিয়াল লঞ্চিং
মুকেশ আম্বানি বলেছেন 5 সেপ্টেম্বর গিগাফাইবারের কমার্শিয়াল লঞ্চিং অনুষ্ঠিত হবে। এতে 100 এমবিবিএস থেকে শুরু করে 1 জিবিপিএস পর্যন্ত মোট চারটি প্ল‍্যান থাকবে। জিও গিগাফাইবারের জন্য প্রতিমাসে নূন্যতম 700 টাকা দাম দিতে হবে এবং সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত এর দাম ধার্য করা হয়েছে। তবে গ্ৰাহকদের শুধুমাত্র একটি সার্ভিসের জন্য দাম দিতে হবে, কারণ ভয়েস কল প্রতিটি প্ল‍্যানে বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া ইউএস/কানাডার জন্য 500 টাকার প্ল‍্যান পেশ করা হয়েছে যার মাধ্যমে আনলিমিটেড ফ্রি ভয়েস কল করা যাবে।

ফ্রি পাওয়া যাবে টিভি
মুকেশ আম্বানি জিও ফাইবার ওয়েলকাম অফার পেশ করেছেন। এই অফারে গ্ৰাহকদের HD/4K টেলিভিশন সেট এবং 4K সেট‌আপ বক্স দেওয়া হবে। এছাড়াও মুকেশ আম্বানি আরও জানিয়েছেন এবার থেকে জিও গিগাফাইবারে নতুন সিনেমা রিলিজ করা হবে। অর্থাৎ ইউজার ফার্স্ট ডে ফার্স্ট শো বাড়ি বসে উপভোগ করতে পারবেন। এর জন্য কোন প্ল‍্যান নিতে হবে সেবিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এই ব‍্যাপারে আরও জানতে এখানে ক্লিক করুন
Jio IoT প্ল‍্যাটফর্ম
মুকেশ আম্বানি জানিয়েছেন আগামী বছর অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি থেকে Jio IoT প্ল‍্যাটফর্ম শুরু করা হবে। কোম্পানির লক্ষ‍্য 100 কোটি পরিবারকে Jio IoT এর সঙ্গে জোড়ার। এছাড়া কোম্পানি সমস্ত কেবল অপারেটরদের সঙ্গে পার্টনারশিপের লক্ষ‍্য নিয়ে এগোচ্ছে।

Exclusive : অফলাইন স্টোরে শুরু হলো Samsung Galaxy Note 10 এর প্রিবুকিং, চালু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন‌ও

AGM এর মঞ্চে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের মধ্যে 5 লক্ষ কোটি ডলারের ইকোনমি তৈরি করার লক্ষ‍্য নিয়ে এগোচ্ছেন। তিনি জানান 340 মিলিয়ন ইউজার বেসের সঙ্গে কোম্পানি ভারতের এক নাম্বার মোবাইল পরিষেবা প্রদাতা কোম্পানিতে পরিণত হয়েছে। এর সঙ্গে তিনি আরও জানান ইউজার বেস ছাড়াও রেভিনিউয়ের দিক থেকেও কোম্পানি এক নাম্বারে পৌঁছে গেছে। 1,30,000 কোটি টাকার রেভিনিউ জিওর তরফ থেকে উঠেছে যা একটি রেকর্ড।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here