Reliance Industries এর পক্ষ থেকে গতকাল তাদের 42তম বার্ষিক সাধারণ সভা (AGM) এর মঞ্চে দেশবাসীদের কয়েকটি দুর্দান্ত উপহার দেওয়ার কথা বলা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Jio GiGaFiber ও Jio Set Top Box সহ আরও কয়েকটি বিষয়ে ঘোষণা করা হয়েছে। জিওর একটি পরম্পরা আছে যে কোম্পানি যখনই কোনো নতুন সার্ভিস লঞ্চ করেছে তা প্রথমে বিনামূল্যে দেওয়া হয়েছে। যেমন কোম্পানি প্রথমে বিনামূল্যে ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা দেয়। এরপর কোম্পানি JioPhone ও বিনামূল্যে দিয়েছিল। এবার কোম্পানি ভারতীয়দের জন্য আরও একটি দুর্দান্ত সুখবর নিয়ে এসেছে। Jio ঘোষণা করেছে কোম্পানি তাদের ইউজারদের বিনামূল্যে 4K LED TV দেবে।
Reliance Jio এর পক্ষ থেকে কোম্পানির সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস Jio Fiber অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই সার্ভিস আগামী 5 সেপ্টেম্বর থেকে গোটা দেশে চালু হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সমস্ত ইউজার কোম্পানির ব্রডব্যান্ড সার্ভিস নেবেন তাদের কোম্পানি ওয়েলকাম অফার হিসেবে একটি 4K LED TV ও একটি Jio Setup Box ফ্রিতে দেওয়া হবে।
অফার
Reliance Jio HD/4K LED TV এবং 4K Setup Box কোম্পানির Jio Fiber ব্রডব্যান্ডের সঙ্গে ফ্রিতে দেওয়া হচ্ছে। অর্থাৎ Jio Fiber কিনলে ইউজারদের টিভি ও সেটআপ বক্স বিনামূল্যে দেওয়া হবে। কোম্পানির জিও ফাইবারের বার্ষিক প্ল্যান স্কীম নিলে এই অফার পাওয়া যাবে। কোম্পানি তাদের এই প্ল্যানের নাম রেখেছে “Jio Forever Annual Plan”।
12 জিবি র্যাম ও 5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Note 10, দেখুন ফুল স্পেসিফিকেশন
প্ল্যানের ডিটেইলস
কোম্পানির পক্ষ থেকে জিও ফাইবারের জন্য প্রতিমাসে নূন্যতম 700 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে জিও ফাইবারের সবচেয়ে বড়ো প্ল্যান প্রতিমাসে 10,000 টাকা। জিও ফাইবারের যে কোনো প্ল্যান যদি এক বছরের জন্য একবারে দাম মিটিয়ে কিনে নেওয়া হয় তবে কোম্পানির তরফ থেকে ইউজারকে HD/4K LED TV এবং 4K Setup Box বিনামূল্যে দেওয়া হবে। টিভি ও সেটআপ বক্সের জন্য ইউজারদের কোনো অতিরিক্ত দাম দিতে হবে না।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি আপনি Jio Fiber এর 700 টাকা প্রতিমাসের প্ল্যানটি Jio Forever Annual Plan এর সঙ্গে কেনেন তবে আপনাকে এক বছরের জন্য মোট 8,400 টাকা দাম মেটাতে হবে। এই 8,400 টাকার বদলে আপনাকে Jio Fiber + HD/4K LED TV + 4K Setup Box দেওয়া হবে। অর্থাৎ মাত্র একটি সার্ভিসের দাম দিয়ে মোট তিনটি সার্ভিস উপভোগ করা যাবে।
জানিয়ে রাখি Jio Fiber এর 700 টাকা প্রতিমাসের প্ল্যানে ইউজার 100 এমবিবিএস স্পীডে ইন্টারনেট উপভোগ করতে পারবেন। আবার কোম্পানি সবচেয়ে দামি 10,000 টাকা প্রতিমাসের প্ল্যানে ইউজারদের 1 জিবিপিএস স্পীডে ইন্টারনেট ডেটা দেওয়া হবে। Jio Fiber এর সঙ্গে ইউজারদের আল্ট্রা এইচডি এন্টারটেইনমেন্ট, মাল্টি পার্টি ভিডিও কনফারেন্সিং এর মতো পরিষেবা দেওয়া হবে। আবার টিভি ও সেটআপ বক্সের সাহায্যে টিভি স্ক্রিনে আল্ট্রা এইচডি এন্টারটেইনমেন্ট উপভোগ করতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন