গত বছর চীনে Xiaomi প্রথম তাদের ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার হিসেবে Xiaomi MIX Flip 2 স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি লিকের মাধ্যমে এই ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস জানা গেছে। আগেই EEC সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি দেখা গেছে। এবার অনলাইনের মাধ্যমে MIX Flip 2 ফোনের লঞ্চ টাইমলাইন, ব্যাটারি সাইজ এবং IP রেটিং প্রকাশ্যে এসেছে।
Xiaomi MIX Flip 2 এর গুরুত্বপূর্ণ ডিটেইলস (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী Xiaomi MIX Flip 2 ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে।
- ওয়েইবো পোস্টে অন্য একটি ইউজাররের কমেন্টের উতরে টিপস্টার জানিয়েছেন আপকামিং ফোনটি 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ এপ্রিল-জুন মাসে ফোনটির লঞ্চ উইন্ডো দেখা যাবে।
- এর মাধ্যমে Xiaomi MIX Flip ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
- প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী MIX Flip 2 ফোনটিতে 5,100mAh ব্যাটারি থাকতে পারে। এটি আগের মডেলের 4,780mAh ব্যাটারির থেকে গুরুত্বপূর্ণ আপগ্রেড দেওয়া হবে।
- আপকামিং ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হবে, যা আগের জেনারেশনের মডেলে ছিল না।
- ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী MIX Flip 2 ফোনটি IPX8 রেটিং এবং এটি মহিলাদের জন্য দারুণ ক্রিজ ও বিভিন্ন কাস্টমাইজেশন সহ পেশ করা হবে। এই ফোনটি বিভিন্ন কালার অপশনে সেল করা হবে।
আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী MIX Flip 2 ফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, টেলিফটো ইউনিটের স্থানে ব্যাবহার করা হবে। ফোল্ডেবল স্মার্টফোনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.85 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, NFC, পাতলা ও হালকা প্রোফাইল মতো বিভিন্ন ফিচার যোগ করা হবে।
MIX Flip 2 ফোনটি বেশ কিছু সিলেক্টেড গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। এর আগের মডেল চীনে লঞ্চ হওয়ার এক মাস পরে পেশ করা হয়েছিল। তবে ভারতে এই ফোনটি লঞ্চ করা হয়নি। তাই ভারতে ফ্লিপ 2 ফোনটি লঞ্চ করা হবে না বলে আশা করা হচ্ছে।