চীনের অ্যাপেল নামে পরিচিত শাওমি আজ ভারতের টেক জগতে রাজ করছে। স্মার্টফোন মার্কেটে প্রথম স্থান অধিকার করার পর আজ স্মার্ট টিভি বানিয়ে কোম্পানি স্যামসাং, সোনীর মতো অন্যান্য কোম্পানিকে টক্কর দিচ্ছে। শাওমি যখন তাদের প্রথম স্মার্ট টিভি লঞ্চ করে ভারতে ফোনটি কেনার ধুম পড়ে যায়। দুর্দান্ত ফিচার ও কম দামের জন্য শাওমি খুব তাড়াতাড়ি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এখন এমন একটি খবর পাওয়া গেছে যা শাওমি ফ্যানদের সঙ্গে সঙ্গে শাওমি মি এলইডি টিভি কিনতে ইচ্ছুক ব্যাক্তিদের যথেষ্ট হতাশ করবে। শাওমি তাদের স্মার্ট টিভির দাম বাড়াতে চলেছে।
শাওমি আগামী দিনে তাদের স্মার্ট টিভির দাম বাড়াতে পারে এই কথা স্বয়ং কোম্পানির ভারতীয় চিফ মনু কুমার জৈন ঘোষণা করেছে। শাওমি গতকাল তামিলনাড়ুর তিরুপতিতে কোম্পানির স্মার্ট টিভির প্রথম ম্যানুফ্যাকচারিং প্লট চালু করেছে। এই প্লটে ডিক্সন টেকনোলজি শাওমির হয়ে স্মার্ট টিভি অ্যাসেম্বল করার কাজ করবে। শাওমির নতুন প্লটে মি এলইডি টিভি 4এ 32 ইঞ্চি ও মি এলইডি টিভি 4এ 43 ইঞ্চি বানানো হবে। কোম্পানির দাবি অনুযায়ী প্রতি মাসে এই প্লট থেকে 1,00,000 টিভি তৈরি করা হবে।
মেক ইন ইন্ডিয়ার অন্তর্গত শাওমি মি এলইডি টিভি ভারতেই তৈরী হওয়ায় দেশবাসীর আশা ছিল এখন এই টেলিভিশনের দাম কমে যাবে। কিন্তু সম্পূর্ণ উল্টোভাবে মনু কুমার জৈন পরোক্ষ ভাবে জানিয়েছেন আগামী দিনে মি এলইডি টিভি 4এর দাম বাড়তে পারে। মনু কুমার জৈনের বক্তব্য অনুযায়ী স্মার্ট টিভি ভারতে তৈরি হওয়ার ফলে ট্যাক্স কমে গেলেও লজিস্টিক খরচা বেড়ে যাবে। একই ভাবে ফ্যাক্টরীর শ্রমিক খরচাও বাড়বে। তার দাবি অনুযায়ী ডলার ও টাকার দামের ক্রমবর্ধমান পার্থক্যও স্মার্ট টিভির দাম বাড়ার অন্যতম বড় কারণ।
91মোবাইলসকে শাওমি চিফ জানিয়েছেন টাকার ক্রমহ্রাসমান ও ডলারের ক্রমবর্ধমান ভ্যালুর জন্য শাওমি মি এলইডি টিভির দাম বাড়াতে হতে পারে। আপাতত এই মুহূর্তে মূল্যবৃদ্ধি হবে না বলেই ধরা যায়। তবে ভবিষ্যতে শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে মি এলইডি টিভির দাম দাম বাড়ানোর সম্পর্কে ঘোষণা করা হতে পারে। শাওমির এই প্লট তিরুপতিতে 32 একর জমির ওপর তৈরি করা হয়েছে। এই মুহূর্তে এই ফ্যাক্টরীতে 850 জন লোক কাজ করে যার সংখ্যা পরবর্তীতে বাড়ানো হতে পারে। নতুন বছরের শুরু থেকে অর্থাৎ 2019 এর জানুয়ারি থেকে শাওমি এই প্লট থেকে 1 লক্ষ মি এলইডি টিভি নির্মাণ করবে।