বিএস‌এন‌এল দিচ্ছে 25 শতাংশ ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) দীর্ঘদিন ধরে তাদের গ্ৰাহকদের আকর্ষণ করার চেষ্টা করে চলেছে। কোম্পানি তাদের পুরোনো ও নতুন প্ল‍্যানে পরিবর্তনের সঙ্গে প্রাইভেট কোম্পানিগুলিকেও টক্কর দিয়ে চলেছে। কয়েক দিন আগে কোম্পানি মোবাইল ফোন ইউজারদের জন্য কিছু অসাধারণ প্ল‍্যান পেশ করেছে। এবার কোম্পানি ব্রডব্যান্ড গ্ৰাহকদের জন্য নতুন অফার পেশ করেছে।

6 ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ম‍্যাজিক 2 3ডি স্মার্টফোন, জেনে নিন এই দারুণ ফোনটির ফিচার

এই অফার সম্পর্কে বিএস‌এন‌এল তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে জানিয়েছে। এই অফারে কোম্পানির অ্যানুয়াল প‍্যাকে পাওয়া 25 শতাংশ ক‍্যাশব‍্যাক 31 মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

এই অফারের সুবিধা পেতে হলে আপনাকে সবার আগে আপনার বিএস‌এন‌এল ব্রডব্যান্ড কানেকশনে লগ ইন করতে হবে। এরপর স্কিম সাবস্ক্রাইব করার জন্য অ্যাগ্ৰি করতে হবে। অ্যাগ্ৰিতে ক্লিক করার পর রেজিস্টার মোবাইল নাম্বারে লগ ইন করুন এবং অ্যানুয়াল প্ল‍্যান ও আপনার বর্তমান প্ল‍্যান ভেরিফাই করুন। আপনি 25 শতাংশ ক‍্যাশব‍্যাকের জন্য প্ল‍্যান চেঞ্জ করতে চাইলে সাবমিটে ক্লিক করুন।

গোটা বিশ্বে সবচেয়ে সস্তা ইন্টারনেট ভারতে, 2019 এ হবে 60 কোটিরও বেশি ইউজার

প্রসঙ্গত প্ল‍্যান চেঞ্জ করার এই রিকোয়েস্ট মাসে মাত্র একবার করা যাবে। যদি আগে থেকেই আপনি প্ল‍্যান চেঞ্জ করার জন্য কোনো রিকোয়েস্ট করে থাকেন তবে আপনি এক মাসের মধ্যে আর প্ল‍্যান চেঞ্জ করতে পারবেন না। অ্যানুয়াল বিল পেমেন্ট করার পর গ্ৰাহকের অ্যাকাউন্টে এই ক‍্যাশব‍্যাক ক্রেডিট হয়ে যাবে।

কিছু দিন আগে কোম্পানি তাদের 666 টাকার প্রিপেইড প্ল‍্যানে কিছু পরিবর্তন করে। বিএস‌এন‌এলের এই প্ল‍্যানে আগে প্রতিদিন 1.5 জিবি ডেটা, 100টি ফ্রি এস‌এম‌এস ও আনলিমিটেড ভয়েস কল পাওয়া যেত। কোম্পানি এই প্ল‍্যানের ভ‍্যালিডিটির ক্ষেত্রে পরিবর্তন করেছে।

12 জিবি র‍্যাম ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভিভোর আইকো গেমিং ফোন

এই 666 টাকার প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি আগে ছিল 129 দিন, কিন্তু কোম্পানি এখন এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি কমিয়ে 122 দিন করে দিয়েছে। অর্থাৎ এই প্ল‍্যানে করা পরিবর্তনের ফলে গ্ৰাহকদের লাভ নয় বরং ক্ষতিই হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here