চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে বিপুল সংখ্যক ফ্যান ফলোয়িং বানিয়ে নিয়েছে। শাওমি আন্তর্জাতিক মঞ্চে লো বাজেট স্মার্টফোন থেকে শুরু করে হাইএন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন পর্যন্ত লঞ্চ করেছে যা অসাধারণ ফিচার ও স্পেসিফিকেশনযুক্ত। গত বছর কোম্পানি গেমিং লাভারদের জন্য তাদের দুটি স্মার্টফোন ব্ল্যাক শার্ক ও ব্ল্যাক শার্ক হ্যালো লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের গেমিং সেন্ট্রিক ব্ল্যাক শার্ক সিরিজে নতুন ফোন লঞ্চ করতে চলেছে।
বিএসএনএল দিচ্ছে 25 শতাংশ ক্যাশব্যাক, জেনে নিন কিভাবে পাবেন
কোম্পানি ব্ল্যাক শার্কের লঞ্চ সম্পর্কে তাদের আগামী গেমিং স্মার্টফোন ব্ল্যাক শার্ক 2 এর টিজার জারি করেছে। টিজারে বলা হয়েছে এই ফোনটি লিকুইড কুলিং 3.0 টেকনোলজিযুক্ত হবে যা একটি থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম। কোম্পানি ব্ল্যাক শার্ক 2 এর লঞ্চ ডেটও ঘোষণা করে দিয়েছে। চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ব্ল্যাক শার্ক 2 চীনে 18 মার্চ লঞ্চ করা হবে। এছাড়া এই স্মার্টফোনটি অ্যান্ট বাটুতে লিস্টেড করা হয়েছে, যেখান থেকে জানা গেছে হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন 855 চিপসেট ও অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত হবে।
কোম্পানির শেয়ার করা টিজার পোস্টারে একদম ওপরে “ব্ল্যাক শার্ক 2” এর নাম লেখা আছে এবং এর নিচে 18 মার্চের উল্লেখ করা হয়েছে। কোম্পানি এখনও পর্যন্ত অফিসিয়ালি ব্ল্যাক শার্ক 2 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানায়নি। তবে এই ফোনে লিকুইড কুল 3.0 টেকনোলজি দেওয়া হবে এবিষয়ে নিশ্চিত হওয়া যায়। এছাড়া এই সুপারহিট স্মার্টফোনটি কিছু দিন আগে গীকবেঞ্চে 12 জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লিস্টেড হতে দেখা গেছে।
আবার কিছু দিন আগে কোম্পানির পাঠানো প্রেস নোট থেকে জানা গেছে কোম্পানির গেমিং লাইনআপে লঞ্চ করা ফোনগুলির মধ্যে একটি অর্থাৎ ব্ল্যাক শার্ক হ্যালো ভারতীয় বাজারে পেশ করা হবে। প্রেস নোটে লেখা ছিল “একটি বড় “হ্যালো” আপনাকে ভারতীয় ব্ল্যাক শার্ক টিমের পক্ষ থেকে”। যদিও কোম্পানি সরাসরি জানায়নি কোম্পানি ভারতে ব্ল্যাক শার্ক ফোনটি লঞ্চ করবে নাকি ব্ল্যাক শার্ক হ্যালো।
ব্ল্যাক শার্কের স্পেসিফিকেশন
ব্ল্যাক শার্ক হ্যালোর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ফোনটিতে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.01 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। ব্ল্যাক শার্ক হ্যালো অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোম্পানির লেটেস্ট মিইউআই 10 এ কাজ করে। এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্ন্যাপড্রাগন 845 চিপসেট দেওয়া হয়েছে। ভিজুয়াল কোয়ালিটি ও গ্ৰাফিক্স বাড়ানোর জন্য এতে অ্যাড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে।
গোটা বিশ্বে সবচেয়ে সস্তা ইন্টারনেট ভারতে, 2019 এ হবে 60 কোটিরও বেশি ইউজার
কোম্পানি চীনে ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। ব্ল্যাক শার্ক হ্যালোর সবচেয়ে বড় ভেরিয়েন্টে 10 জিবি র্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ও সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোটোগ্ৰাফির জন্য ব্ল্যাক শার্ক হ্যালোতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 20 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য এতে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
ব্ল্যাক শার্ক হ্যালো একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএসের মতো বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন