Redmi 10-এ থাকবে 50MP ক‍্যামেরা, সস্তা স্মার্টফোন মার্কেটে আরও শক্তিশালী হতে চলেছে Xiaomi

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে শাওমি তাদের বাজেট স্মার্টফোন সিরিজ Redmi 10 এ কাজ করছে। খুব স্বাভাবিক ভাবে এটি গত বছর লঞ্চ করা কোম্পানির Redmi 9 সিরিজের সাকসেসার হতে চলেছে। একদিন আগেই খবর পাওয়া গিয়েছিল এই স্মার্টফোন সার্টিফিকেশন সাইট FCC তে দেখা গেছে। এছাড়া IMEI তেও এই ফোন স্পট করা হয়েছে। এই দুটি লিস্টিঙেই ফোনটির মডেল নাম্বার ও মার্কেটিং নামের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। এবার Redmi 10 এর ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কিত তথ্য পাওয়া গেছে।

থাকতে পারে 50MP ক‍্যামেরা

বিখ্যাত টিপস্টার Kacper Skrzypek তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে শাওমির আপকামিং Redmi 10 এর ক‍্যামেরা সেট‌আপ সম্পর্কে জানিয়েছেন। তিনি ঠুইটে জানিয়েছেন, Redmi 10 ফোনটির প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 50 মেগাপিক্সেলের হবে। এক্ষেত্রে স‍্যামসাঙের নতুন Samsung S5KJN1 ক‍্যামেরা সেন্সর ব‍্যবহার করা হবে। এছাড়াও এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। তবে, এখনও পর্যন্ত Redmi 10 এর ফ্রন্ট ক‍্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

Redmi 10 এর স্পেসিফিকেশন

আপকামিং Redmi 10 ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। তবে এফসিসি লিস্টিঙে বলা হয়েছে এই ফোনটি মিইউআই 12.5 এর লেয়ারিঙের সঙ্গে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে। এই ফোনটি ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই এবং 4জি কানেক্টভিটির সঙ্গে পেশ করা হবে।

Redmi 10 ফোনটি মার্কেটে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজসহ সেল করা হতে পারে। যেহেতু এটি Redmi 9 এর সাকসেসার তাই এতে কোম্পানির পক্ষ থেকে অবশ্যই কিছু আপগ্ৰেড করা হবে।

কবে লঞ্চ হবে Redmi 10?

শাওমি তাদের আগামী Redmi 10 সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি। জানিয়ে রাখি প্রায় এক বছর আগে কোম্পানির পক্ষ থেকে Redmi 9 পেশ করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি মার্কেটে Redmi 10 সিরিজের স্মার্টফোন পা রাখতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here