Realme এর ধামাকা : মাত্র এক মাসে বিক্রি হল 52 লক্ষ স্মার্টফোন, তবে কি নড়ে গেল Xiaomi?

বিগত কয়েক দিন ধরে গোটা দেশ দীপাবলি উদযাপন করতে ব‍্যাস্ত ছিল। দীপাবলি উপলক্ষে বিভিন্ন স্মার্টফোন ব্র‍্যান্ডের সঙ্গে সঙ্গে ই-কমার্স ওয়েবসাইটগুলি বিভিন্ন সেল আয়োজন করেছিল, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের অসাধারণ ডিসকাউন্টের সঙ্গে আকর্ষণীয় অফার দেওয়া হয়েছিল। কিছু দিন আগে শাওমি জানিয়েছিল ফেস্টিভ্যাল সেল চলাকালীন ব্র‍্যান্ডের 12 মিলিয়নের থেকেও বেশি ডিভাইস বিক্রি হয় এবং এর মধ্যে 8.5 মিলিয়ন অর্থাৎ 85 লক্ষের‌ও বেশি ডিভাইস ছিল স্মার্টফোন। এবার Realme তাদের তাদের ফেস্টিভ্যাল সেলের তথ্য প্রকাশ করে সবাইকে অবাক করে দিয়েছে। Realme জানিয়েছে এই এক মাসের মধ্যে ব্র‍্যান্ডের 5.2 মিলিয়ন অর্থাৎ 52 লক্ষ স্মার্টফোন ইউনিট বিক্রি হয়েছে। 

আরও পড়ুন : 108 মেগাপিক্সেল পেন্টা ক‍্যামেরা, 5,260 এম‌এএইচ ব‍্যাটারী ও বড় স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল Mi CC9 Pro, সমস‍্যায় পড়তে পারে Realme

Realme প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়ে দিয়েছে গত মাসে বিভিন্ন প্ল‍্যাটফর্ম ও রিটেইল স্টোরে আয়োজিত ফেস্টিভ্যাল সেলে কোম্পানি রেকর্ড পরিমাণ সেল করেছে। কোম্পানির তথ্য অনুযায়ী 30 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত Realme এর 5.2 মিলিয়নের থেকেও বেশি স্মার্টফোন বেচেছে। মাত্র এক মাসের মধ্যে 52 লক্ষ স্মার্টফোন বেচে Realme নতুন রেকর্ড গড়ল। এই প্রথম Realme মাত্র এক মাসে এত বেশি সংখ্যক স্মার্টফোন ইউনিট সেল করেছে। গত বছরের তুলনায় এই বছর  Realme 160 শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 

বিশ্বের সপ্তম স্মার্টফোন ব্র‍্যান্ড

মাত্র তিনমাসের মধ্যে বিপুল পরিমাণ মোবাইল ফোন বেচে Realme গত বছরের তুলনায় এই বছর 808 শতাংশের বিরাট বৃদ্ধি দেখা গেছে। এই সেলের সঙ্গে Realme বিশ্বের সপ্তম সবচেয়ে বড় স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে, অথচ গত বছর এই সময় Realme গোটা বিশ্বে 47তম স্থানে ছিল। এই বছর কোম্পানি দ্বিতীয় তিনমাসের তুলনায় তৃতীয় তিনমাসে সোজা 3 শতাংশ থেকে 18 শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে Realme গত বছরের তুলনায় এই বছর 6 গুণ বেশি দ্রুত তাদের ব‍্যাবসা বাড়িয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই বছর অর্থাৎ 2019 সালের তৃতীয় তিনমাসে Realme গ্লোবাল মার্কেটে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি স্মার্টফোন শিপমেন্ট করেছে। 

আরও পড়ুন : বন্ধ হতে চলেছে MNP সার্ভিস, বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার, জেনে নিন কবে কিভাবে আবার করা যাবে অন‍্য কোম্পানিতে মোবাইল নাম্বার পোর্ট

Xiaomi বেচেছে 85 লক্ষ স্মার্টফোন

Xiaomi এর তথ্য অনুযায়ী 28 সেপ্টেম্বর থেকে 29 অক্টোবর পর্যন্ত ভারতে 120 লক্ষের থেকেও বেশি Xiaomi প্রোডাক্ট বিক্রি হয়েছে। এত বড় সংখ্যক প্রোডাক্টের মধ্যে 8.5 মিলিয়ন অর্থাৎ 85 লক্ষের থেকেও বেশি ছিল স্মার্টফোন। গত বছরের তুলনায় এই বছর বিক্রি হ‌ওয়া স্মার্টফোনের সংখ‍্যা 37 শতাংশ বেশি। এর মধ্যে Redmi Note 7 সিরিজ Xiaomi এর সবচেয়ে বেশি বিক্রি হ‌ওয়া সিরিজ ছিল এবং Redmi 7 ও Redmi 7A ফোনদুটি আমাজনে বিক্রি হ‌ওয়া বেস্ট বাজেট স্মার্টফোনে পরিণত হয়েছে। 

তিন মাসে বিক্রি হয়েছে 490 লক্ষ স্মার্টফোন

কাউন্টারপয়েন্টের রিপোর্ট অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতে 490 লক্ষ স্মার্টফোন সেল হয়েছে। এই বিপুল পরিমাণ ফোন সেল হ‌ওয়ার জন্য বিভিন্ন স্মার্টফোন কোম্পানির লঞ্চ করা নতুন স্মার্টফোন, স্মার্টফোনে দেওয়া ডিসকাউন্ট এবং দীপাবলির আগে বিভিন্ন শপিং সাইটে আয়োজিত সেলকে মূল কারণ বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী 49 মিলিয়ন বিক্রি হ‌ওয়া স্মার্টফোন ইউনিটের মধ্যে 26 শতাংশ মার্কেট শেয়ার Xiaomi নিজের দখলে রেখেছে। 

আরও পড়ুন : Jio এর 555 টাকার প্ল‍্যান এবং Airtel এর 558 প্ল‍্যান, জেনে নিন কোনটি বেশি লাভজনক

অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

এই অঙ্কে Samsung দেশের দ্বিতীয় সবচেয়ে বড় কোম্পানি ছিল। Samsung বাজারের 20 শতাংশ শেয়ার নিজের হাতে রেখেছিল। যদিও গত বছরের তুলনায় এই বছর Samsung 4 শতাংশ ক্ষতির মুখোমুখি হয়েছে। কিন্তু Samsung ফ‍্যানদের জন্য সুখবর‌ও আছে, কারণ এই বছরের দ্বিতীয় তিনমাসের তুলনায় তৃতীয় তিনমাসে  Samsung 3 শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির গ‍্যালাক্সি এ সিরিজ এবং গ‍্যালাক্সি এম সিরিজ যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। 

আগের মতোই Apple দেশের টপ 10 ব্র‍্যান্ডে টিকে রয়েছে। iPhone XR এর দাম কমা এবং iPhone 11 এর লঞ্চ Apple এর সেল বাড়াতে সাহায্য করেছে। Oppo F11 series Oppo A5s এর সফলতা Oppo এর বার্ষিক গ্ৰোথ 12 শতাংশ বাড়িয়েছে। অন‍্যদিকে Vivo U10, Vivo Z1x এবং Vivo Z1 Pro লঞ্চের ফলে Vivo এখনও পর্যন্ত ভারতে তাদের সবচেয়ে বড় সেল সম্ভব করতে পেরেছে। OnePlus এই বছর অর্থাৎ 2019 সালের তৃতীয় তিনমাসে ভারতের এক নাম্বার প্রিমিয়াম স্মার্টফোন ব্র‍্যান্ড হিসেবে পরিচিত হয়েছে। 

আরও পড়ুন : কয়েনের থেকেও পাতলা হবে Mi TV 5, লিক হল লাইভ ইমেজ

Realme এর এই নতুন রেকর্ড সম্পর্কে কোম্পানির সিইও মাধব শেঠ বলেছেন, “Realme আরও একবার নিজের যোগ‍্যতা প্রমাণ করেছে এবং ফ্লিপকার্টের ফেস্টিভ সেলে কোম্পানি এক নাম্বার জায়গা করে নিয়েছে। Realme ভারতে বাজেট সেগমেন্টে বেশ কিছু সুন্দর প্রোডাক্ট বেচে। তাই আমাদের এই 5.2 মিলিয়ন ইউনিটের সেল সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here