48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরার সঙ্গে এল Honor 9X Lite, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

গত মাসে টেক কোম্পানি Honor ভারতীয় মার্কেটে তাদের Honor 9X লঞ্চ করেছিল। এই ফোনটি বড় ব‍্যাটারী ও পপ আপ ক‍্যামেরার সঙ্গে 13,999 টাকার প্রাথমিক দামে সেল করা হয়। এবার Honor সম্পর্কে একটি নতুন খবর পাওয়া গেছে যেখানে বলা হয়েছে যে কোম্পানি Honor 9X এর আরেকটি নতুন ভার্সন আনতে চলেছে যা Honor 9X Lite নামে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করার আগেই Honor 9X Lite এর পোস্টার ইন্টারনেটে লিক হয়ে গেছে যার ফলে ফোনটির ডিজাইনের সঙ্গে সঙ্গে এটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

আরও পড়ুন: চলে এল Samsung Galaxy M31 এর টিজার ইমেজ, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে হবে লঞ্চ

Honor 9X Lite এর যে পোস্টার ইন্টারনেটে লিক হয়েছে সেখানে ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে। ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এই সেন্সরদুটির নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ক‍্যামেরা সেন্সরের বাঁদিকে 48MP AI Camera লেখা আছে। এই ফোটো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Honor 9X Lite ফোনটিতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর থাকবে।

Honor 9X Lite এর এই প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারযুক্ত হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। Honor 9X Lite রাউন্ড কর্নারযুক্ত দেখানো হয়েছে এবং এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে। লিক হ‌ওয়া ফোটোয় Honor 9X Lite ফোনটি গ্লস বডিতে তৈরি দেখা গেছে এবং ফোনটির গ্ৰীন কালার ভেরিয়েন্টে দেখানো হয়েছে। ফোনটির লঞ্চ ডেট ও স্পেসিফিকেশন ডিটেইলস জানার জন্য বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: 8 জিবি র‍্যাম, ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল POCO X2

Honor 9X 

কোম্পানির পক্ষ থেকে  Honor 9X ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ইএম‌ইউআই 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.27 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 710এফ চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে জিপিইউ টার্বো 3.0 দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Honor 9X এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের পপ আপ ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে OnePlus 8 এবং OnePlus 8 Pro, স্পট হল আমাজনে

Honor 9X একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য Honor 9X এ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Honor 9X ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে Honor 9X এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here