Exclusive: ভারতে লঞ্চ হতে চলেছে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও 4  জিবি র‍্যামযুক্ত OPPO A8, দাম হবে 12,000 টাকার আশেপাশে

OPPO গত বছর অর্থাৎ 2019 সালের শেষের দিকে চীনে তাদের OPPO A8 এবংOPPO A91 নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এই দুটি ফোন‌ই কোম্পানির পক্ষ থেকে মিড বাজেট সেগমেন্টে পেশ করা হয় যার মধ্যে OPPO A91 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং অন‍্যদিকে OPPO A8 এর ক্ষেত্রে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা গেছে। এবার আমরা কোম্পানির এই ফোনদুটির মধ্যে  OPPO A8 ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি। আমরা জানতে পেরেছি এই ফোনটি ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুতে ভারতে লঞ্চ করে দেওয়া হবে।

আরও পড়ুন: 8 জিবি র‍্যাম, ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল POCO X2

আমরা এক্সক্লুসিভ খবর পেয়ে জানতে পেরেছি চীনের এই টেক কোম্পানি ভারতে তাদের এ সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। আমরা ফোনটির লঞ্চ ডেট সঠিকভাবে জানতে না পারলেও এটুকু জানতে পেরেছি যে ভারতে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে OPPO A8 লঞ্চ করা হবে। আমরা আরও জানতে পেরেছি এই ফোনটি ভারতে লো বাজেট সেগমেন্টে এন্ট্রি নেবে এবং ফোনটির দাম 12,000 টাকার কাছাকাছি হবে।

OPPO A8 

খবর পাওয়া গেছে ভারতে OPPO A8 ফোনটি চীনে লঞ্চ হ‌ওয়া মডেলটির মতো হুবহু এক‌ই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে। OPPO A8 ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1 সহ লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। OPPO A8 ফোনটিতে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে OnePlus 8 এবং OnePlus 8 Pro, স্পট হল আমাজনে

ফোটোগ্ৰাফির জন্য OPPO A8 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO A8 এ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,230 এম‌এএইচের ব‍্যাটারী আছে। চীনে OPPO A8 Azure Secret Night Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 

OPPO F15s

OPPO A8 ছাড়াও কোম্পানি তাদের ‘এফ’ সিরিজে একটি নতুন ফোন OPPO F15s লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানতে পেরেছি কোম্পানি ভারতে OPPO F15s নামে একটি নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ফোনটি আসলে জানুয়ারি মাসে লঞ্চ করা OPPO F15 ফোনটির ছোট ভেরিয়েন্ট হবে যা একটু কম স্পেসিফিকেশনের সঙ্গে এবং কম দামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি মার্চ মাসে লঞ্চ করা হবে। এই ফোনটির স্পেসিফিকেশন কি হবে এবং এটি কোন চিপসেটে রান করবে তা জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। অন‍্যদিকে OPPO F15 ফোনটি 8 জিবি র‍্যাম, 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে 19,990 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here