শাওমি ফ‍্যানদের জন্য সুখবর : রেডমি গোর জন্য আর করতে হবে না ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা, শুরু হল ওপেন সেল

শাওমি গত মাসে ভারতে তাদের রেডমি সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে কোম্পানির অ্যান্ড্রয়েড গো যুক্ত স্মার্টফোন রেডমি গো লঞ্চ করেছিল। রেডমি গো শাওমির অত‍্যন্ত সস্তা একটি স্মার্টফোন যা মাত্র 4,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কম দাম ও সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে ফোনটি ভারতে লঞ্চ হ‌ওয়ামাত্র ভারতীয় স্মার্টফোন ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। রেডমি গো ভারতে এতদিন ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে সেল করা হতো এবং এবং সেল শুরু হ‌ওয়ার কয়েক মিনিটের মধ্যেই আউট অফ স্টক হয়ে যেত। অনেক শাওমি ফ‍্যানদের ফোনটি কিনতে গিয়ে হতাশ হতে হয়। কিন্তু এবার কোম্পানি ফ‍্যানদের খুশি করার জন্য ঘোষণা করেছে ফোনটি ফ্ল‍্যাশ সেলের বদলে ওপেন সেলে বিক্রি করা হবে।

60 লক্ষ ইউজার যুক্ত হ‌ওয়ার খুশি উদযাপন করছে রিয়েলমি, 4 দিন কম দামে পাওয়া যাবে ফোন, সঙ্গে ফ্রি গিফ্ট

শাওমি ইন্ডিয়া অফিসিয়ালি জানিয়েছে রেডমি গো কেনার জন্য এখন আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না। শাওমি ইন্ডিয়া ভারতে রেডমি গোর ওপেন সেল শুরু করেছে। রেডমি গো ফোনটি আজ থেকেই শাওমির অফিসিয়াল ওয়েবসাইট মি ডট কম ও শপিং সাইট ফ্লিপকার্ট থেকে ওপেন সেলের মাধ্যমে কেনা যাবে। অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে রেডমি গো মি হোম থেকেও কেনা যাবে।

অ্যান্ড্রয়েড গো
শাওমি রেডমি গোর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের অ্যান্ড্রয়েড গো ভার্সন। এতে গুগল অ্যাপ্লিকেশনের লাইট ভার্সন চলে। যেমন ম‍্যাপস গো, ইউটিউব গো, জিমেইল গো, ক্রোম গো; এমনকি গুগল গো ও গুগল অ্যাসিসট‍্যান্ট গোও আছে। গো ভার্সনের দরুন এই অ্যাপগুলি ফোনের ইন্টারনাল মেমরির খুব জায়গা দখল করবে এবং ইন্টারনেটে রান করার সময় খুব অল্প পরিমাণ ডেটাই খরচ করবে। এছাড়াও অ্যান্ড্রয়েড গো অ্যাপস ফোনের ব‍্যাটারী খরচও কমায়।

স‍্যামসাং-সোনীকে আরও একবার শাওমির ঝটকা, খুব তাড়াতাড়ি লঞ্চ করবে 50 ইঞ্চির সস্তা স্মার্ট টিভি

রেডমি গো
শাওমি রেডমি গো 16:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 5.0 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর গো এডিশনের সঙ্গে পেশ করা হলেও এতে অ্যান্ড্রয়েড গো থাকার ফলে এই ফোনটি অ্যান্ড্রয়েডের সমস্ত পরবর্তী আপডেট ইনস্টল করতে পারবে। রেডমি গো 1.4 গিগহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে যা ভারতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে।

ভারতে রেডমি গো 1 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে 8 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য রেডমি গোর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলিঙের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

জিওকে টক্কর দিতে এয়ারটেল আনল 248 টাকার প্রিপেইড প্ল‍্যান, 1.4 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক সুবিধা

রেডমি গো একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। ভারতীয় ইউজারদের জন্য সবচেয়ে বড় কথা এই ফোনটি 20টির‌ও বেশি ভারতীয় ভাষা বুঝতে পারে এবং সেই ভাষায় কাজ করতে পারে। ব্লুটুথ, ওয়াইফাই, আই ব্লাস্টের মতো বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here