ভারতে আসতে চলেছে Xiaomi Redmi K20 Pro, প্রতিযোগিতার মুখে পড়বে OnePlus 7 Pro

শাওমি গত সপ্তাহে আন্তর্জাতিক মঞ্চে তাদের লেটেস্ট কে সিরিজের স্মার্টফোন পেশ করেছে। এই সিরিজে কোম্পানি Redmi K20 ও Redmi K20 Pro লঞ্চ করেছে। পপ-আপ সেলফি ক‍্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট ও এমনই দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে এই স্মার্টফোন সিরিজ চীনে লঞ্চ করা হয়েছে। Redmi K20 Pro এর স্পেসিফিকেশন দেখে ভারতের শাওমি ফ‍্যান ও স্মার্টফোন প্রেমীরা এই স্মার্টফোন সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবার মনে হচ্ছে এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শাওমি ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ভারতে Redmi K20 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে।

Exclusive : মাত্র 11,990 টাকা দামে সেল করা হবে Vivo Y12, এতে আছে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

শাওমি ইন্ডিয়ার প্রধান আধিকারিক মনু কুমার জৈন তাঁর টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে ভারতে Redmi K20 সিরিজের লঞ্চ সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। মনু জৈন বলেছেন শাওমি ভারতে Redmi K সিরিজের দুটি লেটেস্ট স্মার্টফোন Redmi K20 ও Redmi K20 Pro আনতে চলেছে। এই টুইটে তিনি Redmi K সিরিজের ভারতে লঞ্চ সম্পর্কে তথ্য জানানোর সঙ্গে সঙ্গে কয়েকটি বিজ্ঞাপনের ফোটোও শেয়ার করেছেন। যেখানে Redmi K20 ফোনগুলিকে সরাসরি OnePlus 7 Pro এর প্রতিদ্বন্দ্বী বলা হয়েছে।

Redmi K20 ও Redmi K20 Pro এর সঙ্গে শাওমি ইন্ডিয়া হেড #FlagshipKiller 2.0 হ‍্যাশট‍্যাগ ব‍্যবহার করে এই ফোনগুলিকে ফ্ল‍্যাগশিপ কিলারের আপগ্ৰেডেড ভার্সন বলে দাবি করেছেন। সাধারণত OnePlus এর স্মার্টফোন তাদের দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের জন্য ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত। অর্থাৎ বলা যেতে পারে মনু কুমার জৈন Redmi K সিরিজের স্মার্টফোনগুলিকে OnePlus এর থেকেও উন্নত বলেছেন। শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত Redmi K20 মডেলগুলির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। কিন্তু আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানি ফোনগুলির লঞ্চ ডেট ঘোষণা করে দেবে।

Exclusive : Xiaomi ও Samsung কে টক্কর দিতে LG আনতে চলেছে কম দামে ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

Redmi K20 Pro
এই স্মার্টফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য কোম্পানি এতে কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন দিয়েছে। Redmi K20 Pro তে কোম্পানি সপ্তম জেনারেশন টেকনিকে তৈরি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। কোম্পানি Redmi K20 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ পেশ করেছে।

Redmi K20 Pro তে প্রসেসিঙের জন্য 7 এম‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 দেওয়া হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কাজ করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে। শাওমি তাদের এই Redmi K সিরিজের স্মার্টফোন মোবাইল গেমিং প্রেমীদের কথা মাথায় রেখে বানিয়েছে। কোম্পানি এই ফোনে গেম টার্বো 2.0 মোড দিয়েছে যা অত্যন্ত স্মুথ ও ল‍্যাগ ফ্রি গেম পারফরম্যান্স দেয়।

Oppo নিয়ে এলো বিশ্বের প্রথম এমন স্মার্টফোন যার ক‍্যামেরা স্ক্রিনের নিচে লুকানো

ফোটোগ্ৰাফির জন্য Redmi K20 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের‌ই 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য Redmi K20 Pro তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের পপ-আপ ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Redmi K20 Pro একটি ডুয়েল সিম‌ওয়ালা 4জি স্মার্টফোন। এই ফোনে ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, এন‌এফসি ও ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 27 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে।

Vodafone পেশ করলো 229 টাকার প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলিঙের সঙ্গে পাওয়া যাবে প্রতিদিন 2 জিবি ডেটা

Redmi K20
কোম্পানি তাদের Redmi K20 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 প্রসেসর দিয়েছে। চিপসেট ছাড়া Redmi K20 ও Redmi K20 Pro এর সব স্পেসিফিকেশন‌ই প্রায় এক। অর্থাৎ Redmi K20 তেও Redmi K20 Pro এর মতোই ট্রিপল রেয়ার ক‍্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড 9 পাই ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here