দাম কমল Samsung Galaxy A70 এবং Galaxy A50 এর, এখন পাওয়া যাবে 5,000 টাকা সস্তায়

আমরা আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে আগেই জানিয়েছি স‍্যামসাং ভারতে তাদের “গ‍্যালাক্সি এ” সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে দুটি নতুন স্মার্টফোন Samsung Galaxy A71 ও Galaxy A51 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে ফোনদুটি কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড হ‌ওয়ার সঙ্গে সঙ্গে সেলের জন্য পেশ করে দেওয়া হবে। আমাদের রিপোর্টে আমরা ফোনদুটির দাম সম্পর্কেও জানিয়েছি। অন‍্যদিকে Samsung Galaxy A71 ও Galaxy A51 ফোনদুটি মার্কেটে আসার আগেই কোম্পানি তাদের Galaxy A70 এবং Galaxy A50 ফোনদুটির দাম কমিয়ে দিয়েছে। অফলাইন রিটেইল স্টোরে এখন এই ফোনদুটি 5,000 টাকা কম দামে সেল করা হচ্ছে।

আরও পড়ুন: চলে এল নতুন টেকনোলজি, এখন পাঁচ দিন পর্যন্ত চলবে স্মার্টফোনের ব‍্যাটারী

কোম্পানি অফলাইন প্ল‍্যাটফর্মে তাদের Samsung Galaxy A50 ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম কমিয়ে দিয়েছে। স‍্যামসাঙের পক্ষ থেকে এই ফোনটির দাম সরাসরি 5,000 টাকা কমানো হয়েছে। এই ফোনটি 22,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, কিন্তু এখন প্রাইস কাটের পর ফোনটি মাত্র 17,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

অন‍্যদিকে Samsung Galaxy A70 ফোনটির ক্ষেত্রেও কোম্পানির পক্ষ থেকে অফলাইন প্ল‍্যাটফর্মের ক্ষেত্রেই দাম কমানো হয়েছে। এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ 28,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির ফ‍্যানদের কথা মাথায় রেখে এই ফোনটির দাম‌ও 5,000 টাকা কমানো হয়েছে। প্রাইস কাটের পর Samsung Galaxy A70 ফোনটি 23,990 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এই প্রাইস কাট আগামী 31 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন: লঞ্চ হল Realme এর প্রথম 5G ফোন, এতে আছে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

Samsung Galaxy A50 

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A50 ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে স‍্যামসাঙের এক্সিনস 9610 চিপসেটে রান করে। Samsung Galaxy A50 তে বিক্সবে শর্টকাট বাটন‌ও দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল সিম ও 4জি সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A50 তে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A50 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি দেওয়া হয়েছে ও এই সেট‌আপের তৃতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের। এই দুটি সেন্সর‌ই এফ/2.2 অ্যাপার্চারযুক্ত। সেলফির জন্য Samsung Galaxy A50 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Vivo আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটযুক্ত 5জি ফোন, কড়া টক্কর পাবে Redmi K30 ও OPPO Reno 3

Samsung Galaxy A70 

কোম্পানি Samsung Galaxy A70 ফোনে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক।স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A70 তে 6 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। 

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের অন্য ক‍্যামেরা সেন্সরদুটি যথাক্রমে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও কলিঙের জন্য Samsung Galaxy A70 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A70 তে 25 ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here