ভারতে লঞ্চ হল Realme UI, অ্যাডভান্স ফিচারের সঙ্গে আরও অসাধারণ হতে চলেছে রিয়েলমি ফোন, জেনে নিন কবে পাওয়া যাবে আপডেট

গত সপ্তাহে Xiaomi ঘোষণা করেছিল কোম্পানি তাদের নতুন ইউজার ইন্টারফেস নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং এই নতুন ভার্সন MIUI 12 নামে পেশ করা হবে। আগামী দিনে MIUI 12 সেল‌আউট করে দেওয়া হবে। Xiaomi এর এই ঘোষণার মাত্র তিন দিন পর কোম্পানির অন‍্যতম বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানি Realme তাদের ইউজার ইন্টারফেস সম্পর্কে বড়সড় নোটিশ জারি করেছে। গতকাল কোম্পানি ভারতীয় বাজারে তাদের লেটেস্ট ইউজার ইন্টারফেস Realme UI লঞ্চ করে দিয়েছে। Realme UI সেল‌আউট করার সঙ্গে সঙ্গে কোম্পানি এই লিস্ট পেশ করে জানিয়ে দিয়েছে কবে কোন স্মার্টফোনে এই নতুন ও অ্যাডভান্স ফিচারযুক্ত ইউআই আপডেট দেওয়া হবে।

আরও পড়ুন: Exclusive : 22,990 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy A51 এবং Galaxy A71 এর দাম হবে 29,990 টাকা

সবার আগে জানতে হবে Realme UI অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন এবং শক্তিশালী অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কাজ করে। Realme UI অত‍্যন্ত অ্যাডভান্স ফিচারযুক্ত হবে। কোম্পানি যে শুধুমাত্র তাদের আগামী ফোনগুলি এই নতুন ইউজার ইন্টারফেসের সঙ্গে লঞ্চ করবে তা নয়, বরং কোম্পানি একে একে তাদের বর্তমানে মার্কেটে সেল হ‌ওয়া ফোনগুলিও Realme UI তে আপডেট করে দেবে। Realme UI সহ কোম্পানির বর্তমান ফোনগুলি অ্যান্ড্রয়েড 10 এর আপডেট‌ও পেয়ে যাবে।

কোন কোন Realme ফোন Realme UI তে আপডেট হবে?

এই মাস থেকেই কোম্পানির বিভিন্ন ফোনে Realme UI এর আপডেট দেওয়া শুরু হয়ে যাবে। Realme XT কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা Realme UI তে আপডেট করা হবে। এর সঙ্গে সঙ্গে জানুয়ারি মাসেই Realme 3 Pro ফোনটিও আপডেট পেয়ে যাবে।

আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে Realme X ও Realme 5 Pro ফোনদুটি Realme UI তে আপডেট করা হবে।

আরও পড়ুন: চলে এল নতুন টেকনোলজি, এখন পাঁচ দিন পর্যন্ত চলবে স্মার্টফোনের ব‍্যাটারী

Realme X2 এবং Realme X2 Pro ফোনদুটি আগামী মার্চ মাসে Realme UI এর আপডেট পাবে।

Realme 3 এবং Realme 3i এর ইউজাররা এপ্রিল মাসে তাদের ফোনে Realme UI এর আপডেট পাবেন। এক‌ই সঙ্গে Realme 2 Pro ফোনদুটিও আপডেট করা হবে।

কোম্পানির পক্ষ থেকে মে মাসে Realme 5, Realme 5i এবং Realme 5s ফোন তিনটি আপডেট করা হবে।

কোম্পানি জানিয়েছে তারা তাদের Realme C2 সহ অন‍্যান‍্য সমস্ত স্মার্টফোন এই বছর অর্থাৎ 2020 সালের তৃতীয় তিনমাসের আগেই Realme UI তে আপডেট করে দেবে।

আরও পড়ুন: লঞ্চ হল Realme এর প্রথম 5G ফোন, এতে আছে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

অ্যাডভান্স ফিচার

প্রসঙ্গত জানিয়ে রাখি বর্তমানে কোম্পানির সমস্ত স্মার্টফোন OPPO এর ColorOS এ কাজ করে। Realme UI তে কোম্পানি বেশ কিছু ফিচার কালার ওএসের থেকে আলাদা ভাবে এবং অ্যাডভান্স করে পেশ করেছে। Realme UI এর ডিজাইন‌ও কালার ওএসের চেয়ে যথেষ্ট আলাদা। Realme UI তে হাই ব্রাইটনেস কালার এবং হাই স‍্যাচুরেশন যোগ করা হবে যার ফলে এই ফোনে দারুণ ভিজুয়াল এফেক্ট পাওয়া যাবে। এর সঙ্গেই ফোনে এফেক্টিভ কালার আউটপুট পাওয়া যাবে।

Realme UI এর আইকনগুলি যথেষ্ট আকর্ষণীয় হবে এবং ইউজার নিজের ইচ্ছা মতো এই আইকনগুলির শেপ ও সাইজ বদলাতে পারবেন। এই আইকনগুলি গোল, চারকোনা, লম্বা-চ‌ওড়া করা যাবে। এমনকি Realme UI এর সাহায্যে আইকনের মধ‍্যেকার গ্ৰাফিক্স‌ও পাল্টানো যাবে। কোম্পানি তাদের নতুন Realme UI তে 11টি নতুন ওয়ালপেপার যোগ করেছে যা বিভিন্ন প্রাকৃতিক এলিমেন্ট থেকে অনুপ্রাণিত। 

Realme UI তে Quantum Animation Engine যোগ করা হয়েছে। কোম্পানির কথা অনুযায়ী এই ফিচারের সাহায্যে ফোনের ডিসপ্লে সফ্ট এবং ফোনের বিভিন্ন অ্যানিমেশন স্মুথ রাখা যাবে। এই ফিচার থাকার ফলে দীর্ঘক্ষণ ধরে ফোন ব‍্যবহার করলেও চোখের ক্ষতি হবে না।  নতুন Realme UI তে Focus Mode, 3 ginger screenshot, Personal Information Protection, Power Saving প্রভৃতি মোড যোগ করা হয়েছে। মনে করিয়ে দিই Realme UI অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কাজ করবে এবং এর ফলে ফোন যথেষ্ট স্মুথ ও ল‍্যাগ ফ্রি কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here