16GB RAM সহ লঞ্চ হল Redmi K60 এবং K60 Pro, প্রতিযোগিতার মুখে স্বয়ং OnePlus

Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi গত 27 ডিসেম্বর টেক মার্কেটে নতুন Redmi K60 Series পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Redmi K60, Redmi K60 Pro এবং Redmi K60E নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। রেডমি সিরিজের এই তিনটি ফোনই 5G এর পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন সাপোর্ট করে। এই পোস্টে Redmi K60 এবং Redmi K60 Pro ফোনদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 26 তলা থেকে পড়েও কোন আঁচড় আসেনি iPhone 12 Pro ফোনে! হতবাক ফোনের ইউজার সহ সমস্ত সাধারণ মানুষ

Redmi K60 Pro এর দাম

চিনে Redmi K60 Pro ফোনটি পাঁচটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টগুলিতে 8GB, 12GB এবং 16GB RAM যোগ করা হয়েছে। এছাড়া ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 128GB এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ভেরিয়েন্টগুলির দাম নিচে দেওয়া হল-

Redmi K60 Pro এর 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট = 3299 ইউয়ান (প্রায় 39,000 টাকা)
Redmi K60 Pro এর 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট = 3599 ইউয়ান (প্রায় 42,800 টাকা)
Redmi K60 Pro এর 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট = 3899 ইউয়ান (প্রায় 46,300 টাকা)
Redmi K60 Pro এর 12GB RAM + 512GB Storageভেরিয়েন্ট = 4299 ইউয়ান (প্রায় 51,000 টাকা)
Redmi K60 Pro এর 16GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট = 4599 ইউয়ান (প্রায় 54,700 টাকা)

Redmi K60 এর দাম

কোম্পানির Redmi K60 ফোনটিও সিরিজের প্রো মডেলের মতো পাঁচটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতেও 8GB, 12GB এবং 16GB RAM এর সঙ্গে 128GB এবং 512GB স্টোরেজ রয়েছে।

Redmi K60 এর 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট = 2499 ইউয়ান (প্রায় 29,700 টাকা)
Redmi K60 এর 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট = 2699 ইউয়ান (প্রায় 32,000 টাকা)
Redmi K60 এর 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট = 2999 ইউয়ান (প্রায় 35,700 টাকা)
Redmi K60 এর 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট = 3299 ইউয়ান (প্রায় 39,000 টাকা)
Redmi K60 এর 16GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট = 3599 ইউয়ান (প্রায় 42,800 টাকা)

Redmi K60 এবং K60 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে – এই দুটি ফোনেই 20:9 আসপেক্ট রেশিও এবং 3200 x 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 12bit এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট ও 480 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লেতে 1920 হার্টস PW ডিমিং এবং 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। আরও পড়ুন: হিন্দিতে দেখতে পাবেন কন্নড়ের এইসব হিট সিনেমা, তালিকায় রয়েছে KGF 2 সহ আরও 4টি হিট মুভি

প্রসেসর – Redmi K60 Pro তে 3.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi K60 ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 2 চিপসেটে রান করে। Redmi K60 ফোনটি LPPDDR5 RAM + UFS 3.1 storage এ কাজ করে এবং এর প্রো মডেলটি LPPDDR5x 8533Mbps RAM + UFS 4.0 storage সাপোর্ট করে।

ক্যামেরা – এই দুটি ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Redmi K60 ফোনটির ব্যাক প্যানেলে 64MP Omnivision OV64B প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং Redmi K60 Pro এর ব্যাক প্যানেলে f/1.88 অ্যাপারচার যুক্ত 50MP Sony IMX800 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এই দুটি ফোনই OIS + EIS সাপোর্ট করে এবং f/2.2 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও f/2.4 অ্যাপারচার যুক্ত 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। উভয় ফোনের ফ্রন্ট প্যানেলে f/2.0 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: ফ্যানদের উপহার দেওয়ার জন্য শীঘ্রই লঞ্চ হবে নতুন এবং লো বাজেট Realme C33 মডেল  

ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K60 Pro ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi K60 তে 5500mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এই দুটি ফোনেই 30W wireless charging ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here