মার্চ মাসে ভারতে আসবে Redmi Note 10 সিরিজ, 10 তারিখ হতে পারে লঞ্চ

নতুন বছরের শুরুর দিকে আমরা এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম টেক কোম্পানি শাওমি ভারতে তাদের ‘নোট’ সিরিজের নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে এবং এই উদ্দেশ্যে রেডমি নোট 10 সিরিজ লঞ্চ করা হবে। এবার কোম্পানির ভারতে Redmi Note 10 সিরিজ লঞ্চের কথা ঘোষণা করায় এই খবর আরও জোরালো হয়ে উঠেছে। আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে ভারতে Redmi Note 10 সিরিজ সেলের জন্য পেশ করে দেওয়া হবে।

আরও পড়ুন: লেনোভো আনছে সস্তা নতুন স্মার্টফোন Lenovo K13, জেনে নিন স্পেসিফিকেশন

শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন তাঁর টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে অফিসিয়ালি জানিয়েছেন কোম্পানি ভারতে রেডমি নোট 10 সিরিজ লঞ্চ করতে চলেছে। আজ অর্থাৎ 10 ফেব্রুয়ারি এই ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি, কিন্তু আশা করা হচ্ছে 10 মার্চ ভারতে রেডমি নোট 10 সিরিজ লঞ্চ করা হতে পারে এবং এই সিরিজে Redmi Note 10 ও Redmi Note 10 Pro স্মার্টফোন পেশ করা হতে পারে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Redmi Note 10 এ 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেট দেওয়ার সম্ভাবনা আছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড ক‍্যামেরা সেট‌আপ থাকতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,050 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আরও পড়ুন: লঞ্চের আগে দেখে নিন Redmi K40 এবং Redmi K40 Pro এর ফোটো, এই মাসেই আসছে মার্কেটে

একটি রিপোর্ট থেকে জানা গেছে Redmi Note 10 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এক‌ইভাবে রেডমি নোট 10 প্রোতে 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হতে পারে।

Redmi Note 10 ফোনটি ব্রোঞ্জ, ব্লু ও গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে জানিয়ে রাখি ভারতে Redmi Note 10 এবং Redmi Note 10 Pro এর দাম যথেষ্ট অ্যাগ্ৰেসিভ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here