লেনোভো আনছে সস্তা নতুন স্মার্টফোন Lenovo K13, জেনে নিন স্পেসিফিকেশন

লেনোভো বর্তমানে ভারতে তাদের প্রোডাক্টের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে। আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছি কোম্পানি তাদের ‘কে’ সিরিজের নতুন ফোনে কাজ শুরু করে দিয়েছে এবং এটি Lenovo K13 নামে পেশ করা হবে। কোম্পানি এখনও পর্যন্ত ফোনটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি তবে Lenovo K13 লঞ্চের আগেই আমরা ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। Lenovo K13 ফোনটি লো বাজেটে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে লম্বা লাইনের ঝামেলা ছাড়াই অনলাইনে বানাবেন Driving License

কেমন হবে লুক

আমরা Lenovo K13 এর ব‍্যাক প‍্যানেলের ছবি পেয়েছি। ফোটো দেখে জানা গেছে এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে ক‍্যামেরা সেট‌আপের সোজাসুজি ভার্টিক‍্যাল শেপেই কোম্পানির ব্র‍্যান্ডিং ও স্পীকার গ্ৰিল আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত। Lenovo K13 ফোনটি রেড ও ব্লু কালারে দেখা গেছে।

স্পেসিফিকেশন

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Lenovo K13 এ 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ওজন বলা হয়েছে 200 গ্ৰাম। Lenovo K13 অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে এবং এতে প্রসেসিঙের জন্য 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। আমরা জানতে পেরেছি কোম্পানি এই ফোনটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করবে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে।

আরও পড়ুন: চাইনিজ ব্র‍্যান্ডকে টেক্কা দেওয়ার জন্য HTC নিয়ে এল সস্তা স্মার্টফোন Wildfire E Lite, দাম 7,500 টাকার কাছাকাছি

ফোটোগ্রাফির জন্য Lenovo K13 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। Lenovo K13 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন হবে। চার্জিঙের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here