Xiaomi গত মাসের নিজের রেডমি ব্র্যান্ডে ‘নোট 11’ সিরিজটিকে পেশ করেছিল এবং এই সিরিজেই তিনটি নতুন 5G Phone লঞ্চ করেছিল। এই শাওমি স্মার্টফোন গুলি Redmi Note 11 5G, Redmi Note 11 Pro 5G এবং Redmi Note 11 Pro+ 5G নামের সাথে টেক মার্কেটে প্রবেশ করেছিল। আবার এখন কোম্পানি এই 5জি সিরিজে একটি 4জি ফোনও যোগ করে দিয়েছে। শাওমি এই নতুন মোবাইল ফোনটিকে Redmi Note 11 4G নামে লঞ্চ করেছে।
Redmi Note 11 4G এর স্পেসিফিকেশন্স
রেডমি নোট 11 4জি ফোনটিকে কোম্পানি 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনের 6.5 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করেছে। ফোনটির স্ক্রিন এলসিডি প্যানেলে তৈরি যা 90 হার্টস রিফ্রেশরেট যুক্ত এবং 180 হার্টস টাচ স্যাম্পলিঙ রেটে কাজ করে। শাওমি এই ফোনটির ডিসপ্লেটির রিডিং মোড 3.0, 400 নিটস ব্রাইটনেস এবং 1500:1 কন্ট্রাস্ট রেশিওর মতো ফিচার যুক্ত করেছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড।
Redmi Note 11 4G ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 ওএসে পেশ করেছে কোম্পানি এবং এই ফোনটি মিইউআই 12.5 এর সাথে মিলে কাজ করে। অক্টাকোর প্রসেসর সহ রেডমির এই ফোনটি মিডিয়াটেকের হেলিয়ো জি88 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি জি52 জিপিইউ দেওয়া হয়েছে। চাইনিজ বাজারে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যা LPDDR4x RAM এবং eMMC 5.1 storage সাপোর্ট করে।
ফোটোগ্রাফির জন্য রেডমি নোট 11 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই সেটআপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য Redmi Note 11 4G স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Redmi Note 11 4G ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে, এর সাথেই 3.5 মিমি জ্যাক এবং আইআর ব্লাস্টার সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারও দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য যেখানে ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া আছে আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000 এমএএইচের ব্যাটারী সাপোর্ট করে যা 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনিক এবং 9 ওয়াটের রিভার্স চার্জিং টেকনিক সাপোর্ট করে।
Redmi Note 11 4G স্মার্টফোনের দাম
Redmi Note 11 ফোনটিকে চিনে দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট যেখানে 4জিবি র্যাম সাপোর্ট করে আবার অন্য ভেরিয়েন্টে 6 জিবির র্যাম মেমোরি দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টই 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনটির 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 999 ইউয়ান এবং 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 1099 ইউয়ান দামে পেশ করা হয়েছে। এই দাম গুলি ভারতীয় কারেন্সি অনুযায়ী 11,600 টাকা এবং 12,800 টাকা প্রায়। রেডমি নোট 11 4জি ফোনটিকে Dreamy Clear Sky, Time Monologue (White) এবং Mysterious Blackland কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন