চীনের টেক কোম্পানি Xiaomi শীঘ্রই Redmi Note 12 Series লঞ্চ করতে চলেছে। এই সিরিজে কোম্পানি Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Max স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে। শাওমির পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কিছু বলা না হলেও লঞ্চের আগেই Redmi Note 12 এর স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। Xiaomi Redmi Note 12 এর স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: Samsung এর 5 টি সবথেকে সস্তা Mobile Phone, শুধুমাত্র 1400 টাকায় শুরু দাম
Xiaomi Redmi Note 12
ইতিমধ্যে Xiaomi Redmi Note 12 ফোনটি সম্পর্কে একাধিক লিক প্রকাশ্যে এসেছে। কয়েক দিন আগে চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে এই আপকামিং ফোনটি স্পট করা হয়েছে এবং এখান থেকেই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। Xiaomi Redmi Note 12 ফোনটি MediaTek Dimensity 1080 চিপসেটে রান করবে বলে জানা গেছে। জানিয়ে রাখি এই চিপসেটটি Qualcomm Snapdragon 778G চিপসেটকে সরাসরি টক্কর দেয়।
Redmi Note 12 ফোনে 2.6 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে MediaTek Dimensity 1080 চিপসেট দেওয়া হতে পারে এবং এটি কর্টেক্স এ78 কোরে কাজ করবে। এই ফোনটি MIUI 13 বেসড Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। এছাড়া ফটোগ্রাফির জন্য Redmi Note 12 ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি আলট্রা ওয়াইড লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আরও পড়ুন: New 5G Smartphone Guide : একটি নতুন 5G স্মার্টফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই 7টি বিষয়
Redmi Note 11 এর দাম
ভারতে কোম্পানির Redmi Note 11 ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এর দাম 11,999 টাকা। একইভাবে ফোনটির 6GB RAM ও 64GB মেমরি ভেরিয়েন্ট 13,999 টাকা এবং সবচেয়ে বড় 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,499 টাকা দামে সেল করা হয়। এই ফোনটি বাজারে Horizon Blue, Space Black এবং Starburst White কালার ভেরিয়েন্টে বেচা হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন