শাওমি আরও একবার নতুন বছরে তাদের স্মার্টফোনের দাম কমালো। যদি আপনিও শাওমি ফ্যান হয়ে থাকেন এবং নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে আপনি রেডমি নোট 5 প্রো কিনতে পারেন কারণ কোম্পানি ফোনটির দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে।
রেডমির 48 মেগাপিক্সেলের ক্যামেরাওয়ালা স্মার্টফোনের ফোটো অফিসিয়ালি জারি হল, দেখুন কত সুন্দর ফোনটি
ডিভাইসের 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজের দাম কমিয়েছে। এর আগে কোম্পানি অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমযুক্ত মি এ2 এর দামও 3,000 টাকা কমিয়েছে।
শাওমি ইন্ডিয়ার এমডি ও গ্লোবাল বিপি মনু কুমার জৈন তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে রেডমি নোট 5 প্রোর প্রাইস কাটের কথা জানিয়েছেন। এছাড়া মনু কুমার জৈন প্রাইস কাটের সঙ্গে জানিয়েছেন কোম্পানি এখনও পর্যন্ত রেডমি নোট 5 প্রোর 1 কোটিরও বেশি স্মার্টফোন বেচার নতুন রেকর্ড গড়েছে। তিনি আরও হিন্ট দিয়েছেন কোম্পানি আগামী দিনে এমনই আরও তিনটি নতুন ডিল পেশ করতে পারে।
10 জানুয়ারি ভারতে লঞ্চ হবে চার ক্যামেরাওয়ালা হুয়াই ওয়াই9 (2019)
রেডমি নোট 5 প্রোর দাম-
রেডমি নোট 5 প্রোর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু কিছু মাস আগে ট্যাক্স স্ট্রাটচারে পরিবর্তনের ফলে ফোনটির দাম 1,000 টাকা বাড়িয়ে 14,999 টাকা করা হয়। তবে এখন প্রাইস কাটের পর ফোনটির দাম 12,999 টাকা করা হয়েছে। কোম্পানি 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 15,999 টাকা দামে লঞ্চ করে এখন ফোনটি 2,000 টাকা কমানো হয়েছে। এখন প্রাইস কাটের পর ফোনটি 13,999 টাকা দামে কেনা যাবে।
শাওমি 10 জানুয়ারি ভারতে লঞ্চ করতে পারে নতুন মি টিভি, ফ্লিপকার্টে হবে এক্সক্লুসিভ সেল
শাওমি রেডমি নোট 5 প্রোতে 5.99 ইঞ্চির 18:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 চিপসেটে রান করে এবং এতে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। এর ইন্টারনাল মেমরি 64 জিবি।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 7.1 নোগাটযুক্ত এই ফোনে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।