Xiaomi এর 6 জিবি র‍্যাম‌ওয়ালা Redmi Note 6 Pro এর দাম 2,000 টাকা কমলো, জেনে নিন কিভাবে কিনবেন

শাওমি গত বছর তাদের রেডমি নোট সিরিজে Redmi Note 6 Pro লঞ্চ করেছিল। এই ফোনটি ভারতে সর্বাধিক হিট স্মার্টফোনগুলির মধ্যে একটি। এখন রেডমি নোট সিরিজে Redmi Note 7 ও Redmi Note 7 Pro লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের ফ‍্যানদের খুশি করার জন্য Redmi Note 6 Pro এর দাম সোজা 2,000 টাকা কম করে দিয়েছে। এখন অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোর সব জায়গা থেকেই Redmi Note 6 Pro সস্তা দামে কেনা যাবে। শাওমির পক্ষ থেকে এই নতুন দাম গতকাল থেকে কার্যকর হয়ে গেছে।

ভারতে আসতে চলেছে Xiaomi Redmi K20 Pro, প্রতিযোগিতার মুখে পড়বে OnePlus 7 Pro

কোম্পানির পক্ষ থেকে Redmi Note 6 Pro এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। এতদিন ফোনটি 15,999 টাকা দামে সেল করা হতো। এখন কোম্পানির তরফ থেকে 2,000 টাকা দাম কমানোর পর ফোনটি 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে। কিছু দিন আগে শাওমি Redmi Note 6 Pro এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম‌ও কমিয়েছিল। এই ফোনটির দাম আগে 13,999 টাকা ছিল, যা এখন 11,999 টাকা দামে সেল করা হয়।

স্পেসিফিকেশন
রেডমি নোট 6 প্রোর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত করা হয়েছে এবং এতে নচ আছে। ফোনে 2280 × 1080 রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি মিইউআই 9.6 যুক্ত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে ও 14 এন‌এম কোরিও 260 সিপিইউ এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে।

একটি লাক্সারি গাড়ির দামে Xiaomi লঞ্চ করছে এই লিমিটেড এডিশন স্মার্টফোন, দাম জেনে অবাক হবেন

ভারতে শাওমির পক্ষ থেকে Redmi Note 6 Pro এর দুটি র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 6 জিবি এবং অপরটিতে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। গ্ৰাফিক্সের জন্য Redmi Note 6 Pro তে অ্যাড্রিনো 509 জিপিইউ আছে।

শাওমির এই নোট ডিভাইসে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অর্থাৎ এতে ডুয়েল রেয়ার ও ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

তবে কি বন্ধ হয়ে যাবে Xiaomi Redmi Note 7?

Redmi Note 6 Pro তে এআই টেকনিক যোগ করা হয়েছে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে Redmi Note 6 Pro ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দিয়েছে।

Redmi Note 6 Pro কোম্পানির অফিসিয়াল সাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টেও সেল করা হয়। প্রসঙ্গত এই ফোনটি কেনার সময় কোম্পানির পক্ষ থেকে 2,400 টাকার Jio Cashback ও দেওয়া হচ্ছে। এর সাহায্যে ইউজার 6 জিবি পর্যন্ত 4জি ডেটা পাবেন। Redmi Note 6 Pro এখন কোম্পানির ওয়েবসাইটসহ ফ্লিপকার্ট থেকেও নতুন দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here