Exclusive : লঞ্চ হল Redmi Note 8 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, দাম 9,799 টাকা

চীনের অন‍্যতম টেক কোম্পানি Xiaomi এর পক্ষ থেকে এই বছর অক্টোবর মাসে Redmi Note 8 Pro এর সঙ্গে Redmi Note 8 ফোনটি লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় কোম্পানি এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয় যা আমাজন ইন্ডিয়া ও মি.কমে ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে বিক্রি করা হত। আমরা আমাদের রিটেইল সোর্স থেকে জানতে পেরেছি কোম্পানি এবার Redmi Note 8 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে।

আরও পড়ুন : 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামযুক্ত Vivo U20 ভারতে লঞ্চ হবে 22 নভেম্বর

এই ভেরিয়েন্টটি কোম্পানি এক্সক্লুসিভ অফলাইন মার্কেটের জন্য পেশ করেছে, যা অনলাইন প্ল‍্যাটফর্মে সেল করা হবে না। তবে পরবর্তী সময়ে ফোনটি অনলাইনে সেল করা হলেও হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ভেরিয়েন্ট 9,799 টাকা দামে পেশ করা হয়েছে। র‍্যাম ও স্টোরেজ ছাড়া ফোনটির অন‍্য কোনো ফিচার ও স্পেসিফিকেশনে এতটুকু পরিবর্তন করা হয়নি।

স্পেসিফিকেশন

Redmi Note 8 এ ডট নচের সঙ্গে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি সুরক্ষিত রাখার জন্য এতে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব‍্যবহার করা হয়েছে। Redmi Note 8 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এ কাজ করে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

আরও পড়ুন : মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, সঙ্গে আছে ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 4,000 এম‌এএইচের ব‍্যাটারী

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা আছে। বাকি তিনটি সেন্সরের মধ্যে দ্বিতীয় সেন্সরটি 8মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স।

এর সঙ্গে ডেপ্থ সেন্সিঙের জন্য 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন : Jio এর 149 টাকার প্ল‍্যানের থেকে কি Airtel ও Vodafone এর ফোনের রিচার্জ প্ল‍্যান বেশি ভালো? কোনটিতে বেশি বেনিফিট?

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে খবর পাওয়া গেছিল যে Xiaomi মাত্র এক মাসের মধ্যে ভারতে 12 মিলিয়ন অর্থাৎ 1.2 কোটি Xiaomi প্রোডাক্ট বেচে নতুন রেকর্ড গড়েছে। Xiaomi প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে উৎসবের মরশুমে আয়োজিত বিভিন্ন সেল ব্র‍্যান্ডের 12 মিলিয়নের চেয়েও বেশি প্রোডাক্ট বেচার জন্য সহায়ক হয়েছিল।

Xiaomi এর এত বড় হিসাব মাত্র এক মাসের। 28 সেপ্টেম্বর থেকে 29 অক্টোবর পর্যন্ত ভারতে 120 লক্ষের‌ও বেশি Xiaomi প্রোডাক্ট বেচা হয়েছে। এইসব প্রোডাক্টের মধ্যে Xiaomi স্মার্টফোনের সঙ্গে সঙ্গে Mi TV, Mi Ecosystem এবং অন‍্যান‍্য Accessories ছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here