12 GB র‍্যাম, Snapdragon 865 চিপসেট ও 4400 mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল শক্তিশালী স্মার্টফোন Vivo NEX 3s 5G

টেক কোম্পানি ভিভো গতকাল অর্থাৎ 10 মার্চ আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘ভিভো নেক্স’ সিরিজের নতুন স্মার্টফোন Vivo NEX 3s 5G ফোনটি লঞ্চ করেছে। নাম থেকেই বোঝা যাচ্ছে Vivo NEX 3s 5G ফোনটি একটি 5জি স্মার্টফোন যা অসাধারণ লুকের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত। কোম্পানির পক্ষ থেকে Vivo NEX 3s 5G ফোনটি আপাতত চীনের মার্কেটে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই Vivo NEX 3s 5G ফোনটি আসলে গত বছর লঞ্চ করা Vivo NEX 3 ফোনটির আপগ্ৰেডেড ভার্সন এবং এটি শক্তিশালী প্রসেসরের সঙ্গে লন করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক Vivo NEX 3s 5G এর ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: Exclusive: 44 MP ফ্রন্ট ক‍্যামেরা ও Helio P90 SoC এর সঙ্গে লঞ্চ হবে OPPO Reno 3 এর গ্লোবাল ভেরিয়েন্ট

Vivo NEX 3s 5G ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন দুই দিক থেকে পেছনের দিকে মোড়ানো। কোম্পানি এই ডিসপ্লের নাম দিয়েছে ওয়াটারফল ডিসপ্লে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে কোনো বাটন, সেন্সর বা নচ দেওয়া হয়নি। ফোনটির ওপরের ও নিচের দিক‌ও বেজল লেস। Vivo NEX 3s 5G তে সেলফির জন্য ফোনটির ওপরের প‍্যানেলে পপ আপ ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই মডিউল একটু বেশি চ‌ওড়া এবং এর মধ্যে ক‍্যামেরা সেন্সরের সঙ্গে ফ্ল‍্যাশ লাইট‌ও দেওয়া হয়েছে। Vivo NEX 3s 5G এর ব‍্যাক প‍্যানেল গ্লাস প‍্যানেল দিয়ে তৈরি যা অত্যন্ত শাইনি ও গ্লসি। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রাউন্ড শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Vivo NEX 3s 5G এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর একটি রিং দেওয়া হয়েছে এবং এর মধ্যেই তিনটি ক‍্যামেরা সেন্সর অবস্থিত। ক‍্যামেরা সেট‌আপ রিঙের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

Vivo NEX 3s 5G 

কোম্পানির পক্ষ থেকে Vivo NEX 3s 5G ফোনটি 6.89 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে এইচডিআর 10+ সাপোর্ট করে এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। Vivo NEX 3s 5G তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা ফনটাচ ওএসে কাজ করে।

আরও পড়ুন: Exclusive: লিক হল Vivo V19 এর ইন্ডিয়ান পোস্টার, ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে মার্কেটে

Vivo NEX 3s 5G তে প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে যা ডুয়েল মোড 5জি টেকনিকযুক্ত। কোম্পানি তাদের এই নতুন ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Vivo NEX 3s 5G এর বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 Storage টেকনিকে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য Vivo NEX 3s 5G এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর রাউন্ড শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের ISOCELL Bright GW1 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে Vivo NEX 3s 5G তে একটি 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি টেলিফোটো লেন্স এবং একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে যা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম। সেলফি ও ভিডিও কশের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,400 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jio লঞ্চ করল নতুন প্রিপেইড প্ল‍্যান, 350 GB ডেটার সঙ্গে পাওয়া যাবে ফ্রি কলিং

চীনের মার্কেটে Vivo NEX 3s 5G ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 4,998 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 53,000 টাকার কাছাকাছি। এক‌ইভাবে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 5,298 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। এই দাম ভারতীয় টাকায় প্রায় 56,000 টাকার সমান। আগামী 14 মার্চ থেকে চীনেVivo NEX 3s 5G সেল করা হবে। তবে এখনই এই ফোনটির অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ সম্পর্কে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here