বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে শাওমি তাদের নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে এবং এই সিরিজের নাম হবে “রেডমি এস” । খবর পাওয়া গেছে তাদের প্রথম ফোন হবে “শাওমি রেডমি এস 2″।
শাওমি নিজে এর ওপর থেকে পর্দা তুলে একটি ফোটো পোস্ট করেছে।
আজ থেকে আসুসের জেনফোন ম্যাক্স প্রো এম1-এর প্রি-অর্ডার শুরু, এরপরও কি আপনি রেডমি নোট 5 প্রো কিনবেন?
শাওমি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে একটি ফোটো পোস্ট করেছে যাতে বড় অক্ষরে “এস” লেখা আছে। কোম্পানি এখনো নাম না জানালেও এটুকু পরিস্কার বোঝা যাচ্ছে এই সিরিজের নাম “এস” দিয়ে শুরু হবে। এখনো পর্যন্ত যা জানা গেছে তা হল এটি কোম্পানির অন্যতম সস্তা এবং আধুনিক সিরিজ হবে।
এখনো পর্যন্ত জানা গেছে শাওমি রেডমি এস2-তে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস এবং 1440 × 720 পিক্সেলসহ 5.99 ইঞ্চির বড় স্ক্রিন পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অরিও এবং 2.02 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর এবং কোয়ালকম 625 চিপসেটে চলবে।
শাওমিকে টক্কর দিতে মীজু আনছে ডুয়েল ক্যামেরাসহ বেজল লেস স্মার্টফোন, 3 রকম রঙে লঞ্চ হবে
শাওমি এই ফোনটিতে 2 জিবি, 3 জিবি এবং 4 জিবি র্যামসহ এবং যথাক্রমে 16 জিবি, 32 জিবি এবং 64 জিবি মেমরি দিচ্ছে। ফোনের পেছনে 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস।আনলক থাকবে। এছাড়া ডুয়েল সিম, 4জি ভোলটিই এবং 3,080 এমএএইচ ব্যাটারী পাওয়া যেতে পারে। লঞ্চের সঠিক তারিখ জানতে কোম্পানির পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে