আজ থেকে আসুসের জেনফোন ম‍্যাক্স প্রো এম1-এর প্রি-অর্ডার শুরু, এরপরও কি আপনি রেডমি নোট 5 প্রো কিনবেন?

গত সপ্তাহে টেক কোম্পানি আসুস তাদের অত‍্যাধুনিক স্মার্টফোন জেনফোন ম‍্যাক্স প্রো লঞ্চ করে। ফোনটির দাম এবং স্পেসিফিকেশন দেখে একে রেডমি নোট 5-এর কড়া প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে। লঞ্চ হ‌ওয়ামাত্র স্মার্টফোন ব‍্যবহারকারীদের মধ্যে ফোনটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আজ এই অপেক্ষা শেষ হবে। আজ থেকে আসুসের জেনফোন ম‍্যাক্স প্রো এম1 প্রি-অর্ডার বুকিং-এর জন্য পাওয়া যাবে।

অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে ফোনটির এক্সক্লুসিভ সেল চলবে এবং আজ থেকে বুকিং চালু হয়ে গেছে। আজ অর্থাৎ 3 মে দুপুর 12টা থেকে বুকিং করা যাবে। আসুসের জেনফোন ম‍্যাক্স প্রো এম1-এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি মডেলটির দাম 10,999 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি মডেলের দাম 12,999 টাকা নির্ধারণ করা হয়েছে।

ফ্লিপকার্টের তরফ থেকে আসুসের জেনফোন ম‍্যাক্স প্রো এম1 ফোনটির ওপর কিছু অফার দেওয়া হয়েছে। মাত্র 49 টাকার বিনিময়ে ফ্লিপকার্ট পুরো এক বছরের জন্য ফোনটির পুরো প্রোটেকশন দেবে। অপরদিকে এক্সচেঞ্জের বিনিময়ে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। টেলিকম কোম্পানি ভোডাফোনের সঙ্গে 3,200 টাকার লাভ পাওয়া যাবে, যাতে এক বছর প্রতি মাসে 10 জিবি করে 4জি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে। ফোনটি 12 মাসের ইএম‌আই-তেও কেনা যাবে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম1-এ মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে 6 ইঞ্চির বেজল লেস ডিসপ্লে আছে। স্টক অ্যান্ড্রয়েডের সঙ্গে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে। ফোনটিতে ফ্ল‍্যাশসহ ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 4জি ভোলটিই সাপোর্টেড ফোনটিতে ফেস।আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম1 ফোনটির দুটি মডেল‌ই গ্রে এবং মিডনাইট ব্ল‍্যাক কালারে পাওয়া যাবে।
ফ্লিপকার্ট থেকে প্রি-অর্ডার বুকিং-এর জন্য এখানে ক্লিক করুন
আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম1-এর পুরো স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here