ভুলে যাবেন স‍্যামসাং ও সোনী, শাওমি লঞ্চ করেছে তিনটি নতুন স্মার্টটিভি

শাওমি ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে তাদের আধিপত্য বানিয়ে ফেলেছে। এই মুহূর্তে দেশের স্মার্টফোন মার্কেটের একটি বড় অংশে শাওমি রাজত্ব করছে। কোম্পানির পরবর্তী টার্গেট ভারতের টেলিভিশন বাজার। কোম্পানি আগেই স্মার্টটিভি লঞ্চ করে স‍্যামসাং, সোনী ও এলজির মতো কোম্পানিগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে। এবার শাওমি ইন্ডিয়া ভারতে এক সঙ্গে তিনটি স্মার্ট টিভি লঞ্চ করেছে। শাওমির পক্ষ থেকে ভারতে মি এল‌ইডি টিভি 4 প্রো (55), মি এল‌ইডি টিভি 4এ প্রো (49) ও মি এল‌ইডি টিভি 4সি প্রো (32) লঞ্চ করা হয়েছে।

মি এল‌ইডি টিভি 4 প্রো (55)
মি এল‌ইডি টিভি 4 প্রো (55) এ 3840 × 2160 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 55 ইঞ্চির 4কে এইচডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মার্ট টিভিতে 2 জিবি র‍্যাম ও 8 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 64 বিট অ্যামলজিক কোয়াড কোর চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য মি এল‌ইডি টিভি 4 প্রোতে মালী-টি830 জিপিইউ আছে। এই টিভিতে ওয়াইফাই, ব্লুটুথের সঙ্গে 3 এইচডিএম‌আই পোর্ট ও 2 ইউএসবি পোর্ট‌ও পাওয়া যাবে। হাই কোয়ালিটি সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য এতে 16 ভোল্ট স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে যা ডিটিএস-এইচডি সারাউন্ড সাউন্ড সাপোর্ট করে।

মি এলইডি টিভি 4এ প্রো (49)
মি এল‌ইডি টিভি 4এ প্রো (49) এ 1920 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 49 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টিভিতেও 2 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই টিভিটিও 64 বিট অ্যামলজিক কোয়াড কোর চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য মি এলইডি টিভি 4এ প্রোতে মালী-টি450 জিপিইউ দেওয়া হয়েছে। এই টিভিতে ওয়াইফাই, ব্লুটুথের সঙ্গে 3 এইচডিএম‌আই পোর্ট ও 2 ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে মিউজিক উপভোগ করার জন্য এতে ডিটিএইচ-এইচডি সারাউন্ড সাউন্ড সাপোর্টেড 20 ভোল্টের স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে।

মি এলইডি টিভি 4সি প্রো (32)
মি এলইডি টিভি 4সি প্রো (32) টিভিটি শাওমির পক্ষ থেকে 1368 × 768 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 32 ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই টিভিতে 1 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। মি এলইডি টিভি 4এ প্রো (49) এর মতোই এই টিভিটিও 64 বিট অ্যামলজিক চিপসেটে রান করে এবং গ্ৰাফিক্সের জন্য এতেও মালী-টি450 জিপিইউ দেওয়া হয়েছে। আগের টিভিটির মতো এতেও ওয়াইফাই, ব্লুটুথের সঙ্গে 3 এইচডিএমআই পোর্ট ও 2 ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে মিউজিক উপভোগ করার জন্য এতে ডিটিএইচ-এইচডি সারাউন্ড সাউন্ড সাপোর্টেড 20 ভোল্টের স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে।

শাওমির তিনটি স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে শাওমির প‍্যাচ‌ওয়ালে কাজ করে। তিনটি টিভিতেই গুগল প্লে স্টোরের সাহায্যে অ্যাপ ইনস্টল করা যায় এবং ইউটিউব ও গুগল প্লের আনন্দ উপভোগ করা যায়। প্রো সিরিজের টিভি তিনটি ক্রোমকস্টযুক্ত এবং এ্য সঙ্গেই এতে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ভুট, জি5, হটস্টার হাঙ্গামার মতো 14টি কন্টেন্ট প্ল‍্যাটফর্ম অ্যাকসেস করা যায়।

দাম :
মি এলইডি টিভি 4সি প্রো (32) = 14,999 টাকা
মি এলইডি টিভি 4এ প্রো (49) = 29,999 টাকা
মি এলইডি টিভি 4 প্রো (55) = 49,999 টাকা

মি এলইডি টিভি 4এ প্রো (49) ও মি এলইডি টিভি 4সি প্রো (32) আগামী 9ই অক্টোবর থেকে মি ডট কমের সঙ্গে আমাজন ইন্ডিয়ায় সেল শুরু হবে। এবং মি এলইডি টিভি 4 প্রো (55) 10ই অক্টোবর থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here