5 হাজার টাকার কম দামে লঞ্চ হল জোলো ইরা 4এক্স স্মার্টফোন, মুখ দেখে হবে আনলক

ভারতীয় স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি লাভার ব্র‍্যান্ড জোলো ভারতীয় মোবাইল বাজারে সস্তা স্মার্টফোন পেশ করে বছরের শুরু করেছে। কোম্পানি মাত্র 4,444 টাকা দামে জোলো ইরা 4এক্স লঞ্চ করেছে। এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে 9 জানুয়ারি থেকে শুরু হবে। এই ফোনে একটি বিশেষ অফার দেওয়া হচ্ছে যেখানে 30 দিনের মধ্যে ফোনটি ফেরত করা যাবে।

অত্যন্ত কম দামে লঞ্চ হল অনার প্লে 8এ, এতে আছে ওয়াটারড্রপ নচ ও অক্টাকোর প্রসেসর

স্মার্টফোনটির বিশেষত্বের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এই দামেও কোম্পানি ফেস আনলক ফিচার দিচ্ছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল 4জি ভিওএলটিই সাপোর্ট করে। এর সঙ্গে জোলো ইরা 4এক্স অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত।

জোলো ইরা 4এক্সের ফিচার ও স্পেসিফিকেশন-
জোলো ইরা 4এক্সে 5.45 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত ও 2.5ডি কার্ভড কর্নিঙ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। আপাতত কোম্পানি ফোনটির প্রসেসর, র‍্যাম ও স্টোরেজ সম্পর্কে কিছু জানায়নি।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ ও গ‍্যালাক্সি জে6+ এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

ফোটোগ্ৰাফির জন্য জোলো ইরা 4এক্সে ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে সেলফি ও ভিডিও কলিঙের জন্য এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফ্রন্ট ক‍্যামেরার সাহায্যে ইউজার নিজের মুখ ব‍্যবহার করে ফেস আনলক ফিচার ব‍্যবহার করতে পারবেন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য জোলো ইরা 4এক্সে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে ও এটি স্ট‍্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here