স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ ও গ‍্যালাক্সি জে6+ এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

গ্ৰাহকদের আকর্ষণ করতে স্মার্টফোন ব্র‍্যান্ডগুলি একের পর এক ফোনের দাম কমিয়ে চলেছে। ভিভো, মোটো, আসুস ও শাওমির পর এবার স‍্যামসাংও তাদের স্মার্টফোনের দাম কমিয়েছে। সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাঙের গত বছর লঞ্চ করা স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ ও গ‍্যালাক্সি জে6+ এর দাম 2,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর আগেও এই ফোনগুলির দাম কমানো হয়েছে। কোম্পানি 2018 সালে স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ ও গ‍্যালাক্সি জে6+ ভারতে যথাক্রমে 10,990 টাকা ও 15,990 টাকা দামে লঞ্চ করে। জেনে নিন প্রাইস কাটের পর ফোনদুটির নতুন দাম।

শাওমি 3,000 টাকা কম করল মি এ2 এর দাম, জেনে নিন নতুন দাম

নতুন দাম
স‍্যামসাং ফোনদুটির একটি ভেরিয়েন্টেই প্রাইস কাট করেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ এর 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি মডেলের দাম 8,490 টাকা রাখা হয়েছে যার আগের দাম ছিল 9,990 টাকা। স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+ এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমার পর 12,990 টাকা দামে এই ফোনটি সেল করা হচ্ছে। এর আগে ফোনটি 14,990 টাকা দামে সেল করা হতো।

শাওমি পোকো এফ2 এর কন্সেপ্ট রেন্ডার লিক হল, দেখে নিন কতটা স্টাইলিশ এই স্মার্টফোন

এই নতুন দামে ফোনটি অফলাইন মার্কেটে সেল করা হচ্ছে। অনলাইন রিটেইল স্টোরে ডিভাইস এখনও পর্যন্ত পুরোনো দামেই লিস্টেড করা আছে। কিন্তু আমাজন ইন্ডিয়াতে স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ ফোনটি নতুন দামে কেনা যাচ্ছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ এর স্পেসিফিকেশন-
স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ এ 6 ইঞ্চির ট্রু এইচডি+ আঈপিএস এলসিডি ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল গ্লাস দিয়ে তৈরি এবং এতে 2.5ডি কার্ভড গ্লাস ব‍্যবহার করা হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটযুক্ত করা হয়েছে। এতে 512 জিবির মেমরি কার্ড সাপোর্ট করে।

এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার জন্য ঝটকা, কমে গেল 90 লক্ষ সাবস্ক্রাইবার

স‍্যামসাঙের এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওতে কাজ করে এবং এতে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার নেই। এই ফোনটি 4জি ভোএলটিই ও ডুয়েল সিমের সঙ্গে কোম্পানি এতে ফেস আনলক ফিচার আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+ এর স্পেসিফিকেশন
স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+ এ ট্রু এইচডি+ ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটযুক্ত। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনেও 512 জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে। এতে কার্ডেই বিভিন্ন অ্যাপ‌ও ইনস্টল করা যাবে। অসাধারণ মিউজিক এক্সপেরিয়েন্সের জন্য কোম্পানি এতে ডলবি ইন্টিগ্ৰেশনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 360 ডিগ্ৰি সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে।

জিওফোন 2 কে টক্কর দিতে এল নোকিয়া 106, 21 দিন চলবে এর ব‍্যাটারী

ফোটোগ্ৰাফির জন্য ফোনটি যথেষ্ট উন্নত। কোম্পানি এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনের একটি সেন্সর 13 মেগাপিক্সেলের যা এফ/1.9 অ্যাপার্চারযুক্ত এবং অপরটি এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের। স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+ এ 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here