অত্যন্ত কম দামে লঞ্চ হল অনার প্লে 8এ, এতে আছে ওয়াটারড্রপ নচ ও অক্টাকোর প্রসেসর

গত সপ্তাহে খবর পাওয়া গেছিল অনার কম রেঞ্জে নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে এবং আজ কোম্পানি এই ফোনের ওপর থেকে পর্দা তুলে নিয়েছে। কোম্পানি অনার প্লে 8এ লঞ্চ করেছে। এটি কোম্পানির সস্তা রেঞ্জের স্মার্টফোন যা আপাতত চীনে লঞ্চ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও আসতে চলেছে। কিছু দিন আগে ফোনটি চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে দেখা গেছে এবং তখন ফোনটির নাম অনার 8এ বলা হয়েছিল। কিন্তু এবার কোম্পানি ফোনটির নাম থেকে দাম সমস্ত তথ্য পেশ করে দিয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ ও গ‍্যালাক্সি জে6+ এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

অনার প্লে 8এ একটি কম রেঞ্জের ফোন যেখানে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেখা যাবে। ফোনটির বডি প্লাস্টিকের তৈরি এবং কোম্পানি এতে মেটাল ফ্রেমের ব‍্যবহার করেছে। ফোনটির ডায়মেনশন 156.28 × 73.5 × 8.0 এম‌এম এবং ওজন 150 গ্ৰাম। কোম্পানি ফোনটির ব্ল‍্যাক, ব্লু, গোল্ড ও রেড কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে।
অনার প্লে 8এ তে 6.09 ইঞ্চির স্ক্রিন আছে এবং কোম্পানি এতে ওয়াটারড্রপ নচের ব‍্যবহার করেছে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওসহ এইচডি+ স্ক্রিন দেখা যাবে যার স্ক্রিন রেজলিউশন 720 × 1560 পিক্সেল। সবচেয়ে বড় কথা কোম্পানি এতে হুয়াইয়ের কিরীন চিপসেটের বদলে মিডিয়াটেক প্রসেসরের ব‍্যবহার করেছে। এই ফোনটি হেলিও পি35 চিপসেটে রান করে এবং এতে 2.3 গিগাহার্টসের কর্টেক্স এ53 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

শাওমি 3,000 টাকা কম করল মি এ2 এর দাম, জেনে নিন নতুন দাম

অনার প্লে 8এ তে 3 জিবি র‍্যাম পাওয়া যাবে। কোম্পানি ফোনটির দুটি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একটি ভেরিয়েন্টে 32 জিবি ও অপরটিতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। ফোনটি ইমোশন ইউআই 9.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 9 পাইতে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা লো লাইট ফোটোগ্ৰাফি করতেও সক্ষম। ফোনে পিডিএএফ আছে যা ফাস্ট ফোকাসের জন্য সুপরিচিত। ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

শাওমি পোকো এফ2 এর কন্সেপ্ট রেন্ডার লিক হল, দেখে নিন কতটা স্টাইলিশ এই স্মার্টফোন

অনার প্লে 8এ তে 3,020 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি ফাস্ট চার্জিঙের কথা বলেনি তবে এতে 10 ওয়াট চার্জার সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা অন‍্যান‍্য ব্র‍্যান্ড এই দামে ইউএসবি পোর্টের ব‍্যবহার করলেও অনার এতে ইউএসবি টাইপ সি এর ব‍্যবহার করেছে। আশা করা হচ্ছে কোম্পানি ফোনটি 8,000 টাকা থেকে 9,000 টাকা পর্যন্ত দামের মধ্যে লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here