Home খবর 100ওয়াট চার্জিং টেকনোলজি সহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO K11 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

100ওয়াট চার্জিং টেকনোলজি সহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO K11 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

Highlights

ওপ্পো তাদের ”কে’ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে এবং এই ফোনটি OPPO K11 নামে বাজারে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি তবে একটি নতুন লিকের মাধ্যমে এই আপকামিং ফোনের ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে। শীঘ্রই টেক মার্কেটে ওপ্পো কে11 ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনের লিক রিপোর্ট সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: 10.61 ইঞ্চি স্ক্রীন এবং 7,700mAh ব্যাটারি সহ লঞ্চ হল Lenovo Tab M10 5G ট্যাবলেট, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OPPO K11 স্পেসিফিকেশন (লিক)

স্ক্রিন: ওপ্পো কে11 ফোনে 6.7 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি হবে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেন্সর যোগ করা হতে পারে।

প্রসেসর: লিক রিপোর্ট অনুযায়ী OPPO K11 ফোনটি 2.7 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 782জি অক্টাকোর প্রসেসরে কাজ করতে পারে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা সেন্সর দেওয়া হবে। আরও পড়ুন: জেনে নিন মোবাইলে ভিডিও এডিটিং করার সহজ পদ্ধতি

সেলফি ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO K11 ফোনটিতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।

ফাস্ট চার্জিং: এই আপকামিং ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোনটি ফুল চার্জ করে দিতে সক্ষম।

ব্যাটারি: OPPO K11 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। আরও পড়ুন: লঞ্চ হল BSNL 4G বিটা, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন