ভারতে বেশ কিছু দিন ধরে Vivo X200 সিরিজের লঞ্চ টিজ করা হচ্ছিল। এবার এই সিরিজের লঞ্চ ডেট জানানো হয়েছে। কোম্পানির অফিসিয়াল বক্তব্য অনুযায়ী 2024 সালের 12 ডিসেম্বর দুপুর 12টা সময়ে ভারতীয় বাজারে Vivo X200 সিরিজ পেশ করা হবে। এছাড়া ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি আগেই চীনে এই সিরিজ লঞ্চ করা হয়েছে। তাই আগে থেকেই আমরা এই সিরিজের ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার ডিটেইলস সম্পর্কে জানি।
Vivo X200 সিরিজের লঞ্চ ডেট ও সেল (টিপ)
Stay ahead with the #vivoX200Series – Engineered for greatness.
Launching on 12th December 2024 at 12:00PM.. https://t.co/DR7GFmYCKC#ZeissImageGoFar pic.twitter.com/bAw81KprUd
— vivo India (@Vivo_India) December 3, 2024
কোম্পানির পক্ষ থেকে Vivo X200 সিরিজের অধীনে Vivo X200 এবং Vivo X200 Pro ফোন পেশ করা হবে। আগামী 12 ডিসেম্বর ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানা যাবে, কিন্তু টিপস্টার অভিষেক যাদব এর বক্তব্য অনুযায়ী 19 ডিসেম্বর থেকে Vivo X200 সিরিজের সেল শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200 ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ভারতীয় দাম ডিটেইলস সম্পর্কে।
Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন
ভারতীয় Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন গ্লোবাল বাজারের মতোই হবে।
- ডিসপ্লে: Vivo X200 ফোনে 6.67 ইঞ্চির স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, তবে X200 Pro ফোনে 6.78 ইঞ্চির স্ক্রিনে 0.1Hz-120Hz ডায়নেমিক রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।
- প্রসেসর: Vivo X200 সিরিজে MediaTek Dimensity 9400 ফ্ল্যাগশিপ চিপসেট যোগ করা হয়েছে। জানিয়ে রাখি আগের মডেলে Dimensity 9300 চিপসেট দেওয়া হয়েছিল।
- ওএস: সিরিজে Android 15 এবং Funtouch OS 15 কাস্টম স্ক্রিন দেওয়া হয়েছে।
- Vivo X200 Pro এর ক্যামেরা: Vivo X200 Pro ফোনটি OIS ফিচারযুক্ত 50MP Sony LYT-818 প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 200MP ZEISS APO টেলিফটো লেন্স V3+ ইমেজিং চিপ দেওয়া হয়েছে।
- Vivo X200 এর ক্যামেরা: Vivo X200 ফোনে 50MP Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 50MP Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X200 এবং Vivo X200 Pro উভয় ফোনে 32MP Front ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: Vivo X200 ফোনে 90W চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে X200 Pro ফোনে 90W চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে Vivo X100 সিরিজে 5000mAh এবং 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
ভারতে Vivo X200 সিরিজের সম্ভাব্য দাম
- Vivo X200 (ভ্যানিলা মডেল): এই ফোনের দাম প্রায় 70,000 থেকে 75,000 টাকার মধ্যে রাখা হতে পারে।
- Vivo X200 Pro মডেল: এই ফোনের দাম প্রায় 90,000 থেকে 95,000 টাকার মধ্যে রাখা হতে পারে।
মনে করিয়েদিই মালয়েশিয়া বাজারে Vivo X200 (ভ্যানিলা মডেল) দাম 3,599 মালয়েশিয়ান রিঙ্গিত (অর্থাৎ প্রায় 72,200 টাকা) রয়েছে, এবং Vivo X200 Pro মডেলের দাম 4,699 মালয়েশিয়ান রিঙ্গিত (অর্থাৎ প্রায় 94,200 টাকা) রয়েছে। যদিও Vivo X100 সিরিজ ভারতে 63,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তাই Vivo X200 সিরিজের এর চেয়ে কিছুটা বেশি দাম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্ট
- ব্যাঙ্ক অফার: প্রায়ই Vivo এর পক্ষ থেকে HDFC, ICICI, SBI মতো ব্যাঙ্কের মাধ্যমে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, EMI অপশন, বা ক্রেডিট/ডেভিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ছাড় দেওয়া হয়।
- লঞ্চ অফার: লঞ্চের পর এক্সচেঞ্জ অফার, অ্যাক্সেসারিস ডিসকাউন্ট বা ওয়ারেন্টি মতো আকর্ষণীয় অফারগুলি পেশ করা হয়।
যেহেতু আগামী সপ্তাহে এই সিরিজ লঞ্চ করা হবে, তাই Vivo ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।