150W Charging, 12GB RAM এবং Dimensity 8100 চিপসেট সহ লঞ্চ হতে চলেছে OnePlus 10R স্মার্টফোন

OnePlus গতকাল ঘোষণা করেছে কোম্পানি আগামী 28 এপ্রিল ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টে‌ই ওয়ানপ্লাস প্রোডাক্ট ভারতীয় বাজারে পেশ করতে চলেছে কোম্পানি। কোম্পানি এখনো এই প্রোডাক্ট গুলির সম্পর্কে কিছুই জানায়নি, কিন্তু গুজব শোনা যাচ্ছে, যে 28 এপ্রিল ভারতে OnePlus 10R, OnePlus Nord CE 2 Lite 5G এবং OnePlus Nord Buds লঞ্চ হতে চলেছে। এই সমস্ত প্রোডাক্ট গুলির বাজারে আসার আগে OnePlus India-এর CEO Navnit Nakra আমাদের আসন্ন স্মার্টফোন OnePlus 10R স্মার্টফোনে‌র সম্পর্কে তথ্য প্রদান করেছেন।

আমাদের সাথে কথা বলার সময় ওয়ানপ্লাস ইন্ডিয়া‌র সিইও নাভনিত জানিয়েছেন, যে তার ব্র‍্যান্ডের আসন্ন স্মার্টফোনOnePlus 10R স্মার্টফোন‌টি মিডিয়াটেক ডায়মানসিটি 8000 সিরিজের চিপসেট সহ বাজারে প্রবেশ করতে চলেছে। সিইও চিপসেটের কোডনেম জানায়নি, কিন্তু তার দেওয়া ইঙ্গিতে‌র মাধ্যমে আশা করা হচ্ছে, যে আগামী 28 এপ্রিল লঞ্চ হতে চলা ওয়ানপ্লাস 10আর স্মার্টফোনে MediaTek Dimensity 8100 চিপসেট দেওয়া যেতে পারে। এই ফোনটির অন‍্যান‍্য স্পেসিফিকেশন এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

OnePlus 10R-এর স্পেসিফিকেশন

সমস্ত লিক এবং স্পেসিফিকেশন সাইট অনুযায়ী ওয়ানপ্লাস 10আর স্মার্টফোন‌টিকে 6.7-ইঞ্চির লার্জ ফুল‌এইচডি+ ডিসপ্লে‌তে লঞ্চ করা যেতে পারে। এই স্ক্রিনটি ই4 অ্যামোলেড প‍্যানেলে তৈরি হ‌ওয়ার সাথেই 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে। আমরা আগেই জানতে পেরেছি, যে ওয়ানপ্লাসের এই ফোনে 8 জিবি র‍্যাম এবং 12 জিবি র‍্যাম মেমোরি সহ 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ দেওয়া যেতে পারে। অ্যান্ডয়েড 12 সহ এই ফোনটি অক্সিজেন ওএস 12-এ চলতে পারে।

ফোটোগ্রাফির জন্য OnePlus 10R স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সটি সোনি আইএম‌এক্স766 সেন্সর হতে পারে এবং এই সেন্সরটি আইওএস ফিচার সাপোর্ট করতে পারে। এর সাথেই রেয়ার ক‍্যামেরা সে‌ট‌আপে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া যেতে পারে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য OnePlus 10R স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া যেতে পারে।

OnePlus 10R-এর সম্পর্কে বলা হচ্ছে, যে এই ফোনটির ব‍্যাটারি এবং চার্জিং টেকনোলজি Realme GT Neo 3 ফোনের মতোই হতে পারে। অর্থাৎ, এই ফোনে 150 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 4,500 এম‌এ‌এইচের ব‍্যাটারি দেওয়া যেতে পারে। আবার, ফোনটির অন‍্য মডেলে 80 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000 এম‌এ‌এইচের ব‍্যাটারি দেওয়া যেতে পারে। গুজব শোনা যাচ্ছে, এই ফোনে 3.5 মিমি জ‍্যাক এবং অ্যালার্ট স্লাইডার দেওয়া হবে না। আপাতত ফোনটির সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য 28 এপ্রিলের অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here