এবার বাজার মাতাবে 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট যুক্ত শক্তিশালী 5G স্মার্টফোন Nubia Z50

টেক ব্র্যান্ড নুবিয়া তাদের টেকনোলজির নমুনা দেখিয়ে টেক মার্কেটে নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির ‘জেড’ সিরিজের এই ফোনটি Nubia Z50 নামে লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে এই কোম্পানি খুব একটা অ্যাক্টিভ না হলেও এই নতুন ফোনটির উল্লেখযোগ্য স্পেসিফিকেশনের দৌলতে বাজারে নতুন করে প্রতিপত্তি বিস্তার করবে বলে মনে করা হচ্ছে। Nubia Z50 ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট রয়েছে এবং এই ফোনের 35mm camera lens এই ফোনটিকে পোর্ট্রেট ফটোর জন্য বেস্ট অপশন করে তোলে। আরও পড়ুন: লঞ্চ হল 200MP ক্যামেরা সহ সুপার স্টাইলিশ Infinix Zero Ultra স্মার্টফোন, মাত্র 12 মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

Nubia Z50 এর স্পেসিফিকেশন

নতুন Nubia Z50 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন কার্ভড এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 144 হার্টস রিফ্রেশরেট ও 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ডিসপ্লেতে ইউএল প্লাটিনাম লো ব্লু লাইট টেকনোলজি যোগ করা হয়েছে যা ফোন ব্যাবহারের সময় চোখকে সুরক্ষিত রাখে।

Nubia Z50 ফোনটি Android 13 বেসড MyOS 13.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে প্রসেসিঙের জন্য 3.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া এতে 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.0 storage যোগ করা হয়েছে। আরও পড়ুন: Jio VS Jio: 79 টাকা কম খরচেই পাবেন 301 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা, ইউজাররাও অবাক 

ফটোগ্রাফির জন্য Nubia Z50 ফোনটির ব্যাক প্যানেলে 35mm focal length এবং OIS সাপোর্টেড f/1.6 অ্যাপার্চার যুক্ত 64MP IMX787 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে যা একই সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো লেন্সের কাজ করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Nubia Z50 ফোনটি 5G সাপোর্টের সঙ্গে মার্কেটে পেশ করা হয়েছে। এই ফোনে DTS:X Ultra এবং Snapdragon Sound টিউন্ড রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি মার্কেটে Black Lagoon, Lantau এবং White Island কালারে পেশ করা হয়েছে। আরও পড়ুন: দারুণ খবর! 10 হাজারেরও কম দামে পাবেন 32 ইঞ্চি স্মার্ট টিভি, এখানে চলছে সেল  

Nubia Z50 এর দাম

চিনে Nubia Z50 ফোনটির পাঁচটি ভেরিয়েন্টে সেল করা হবে। এই ভেরিয়েন্টগুলির RAM ও স্টোরেজ ক্যাপাসিটি এবং দাম নিচে দেওয়া হল।
8GB RAM + 128GB Storage = 999 yuan (প্রায় 35,560 টাকা)
8GB RAM + 256GB Storage = 3399 yuan (প্রায় 40,305 টাকা)
12GB RAM + 256GB Storage = 3699 yuan (প্রায় 43,860 টাকা)
12GB RAM + 512GB Storage = 3999 yuan (প্রায় 47,415 টাকা)
16GB RAM + 1TB Storage = 5999 yuan (প্রায় 71,130 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here