কখনও কি ইলেকট্রিক কার নিয়ে মানালি হয়ে লেহ-লাদাখ যাওয়ার কথা ভেবেছেন? আবার গাড়ির ব্যাটারি চার্জ করার দুশ্চিন্তাও আছে? এবার এই ধরনের চিন্তাভাবনা করা মানুষদের জন্য সুখবর আছে। এখন ইলেকট্রিক কার নিয়েই নিশ্চিন্তে পৌঁছে যাওয়া যাবে লাদাখ পর্যন্ত। ভারতের তিনটি কোম্পানি একসঙ্গে হাত মিলিয়ে মানালি-লেহ হাইওয়েতে ইভি চার্জিং স্টেশন তৈরি করেছে। ইলেকট্রিক কার চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের কোম্পানি Shuchi Anant Virya অপর দুই কোম্পানি Lithium Urban Technologies এবং Fourth Partner Energy এর সঙ্গে যৌথ উদ্যোগে PowerBank ব্র্যান্ডের হয়ে উত্তর ভারতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উচ্চতায় ইভি চার্জিং স্টেশন তৈরি করেছে। কোম্পানির পক্ষ থেকে লাদাখ অঞ্চলে মানালি-লেহ হাইওয়েতে মোট 18টি চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে। এর মধ্যে পাঁচটি চার্জিং পয়েন্ট খারদুং লা, চাং লা এবং টেগলাং লা পাসের মতো বিশ্বের উচ্চতম মোটরগাড়ি চলমানযোগ্য পাসের কাছে অবস্থিত।
PowerBank ব্র্যান্ড তৈরি করেছে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন
কোম্পানির তৈরি করা 18টি স্টেশনের মধ্যে 15টি চার্জিং স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000-15,000 ফিট উচ্চতায় অবস্থিত। সবচেয়ে বড় কথা 1800 কিলোমিটার বিস্তৃত মানালি-লেহ হাইওয়েতে এই পয়েন্টগুলি তৈরি করতে কোম্পানি সময় নিয়েছে মাত্র 10 দিন। এর মধ্যে Manali, Leh, Kargil, Nubra, Turtuk, Pangong এবং Siachen Base Camp অন্যতম। ইনস্টল করা চার্জারগুলিতে টু, থ্রি এবং ফোর হুইলার ইলেকট্রিক কারের জন্য টাইপ-I এবং টাইপ-II এসি চার্জার ব্যবহার করা হয়েছে।
কাজা পৌঁছে গেছে Nexon EV
কয়েক দিন আগে এক ব্যাক্তি তাঁর Tata Nexon EV নিয়ে দিল্লি থেকে কাজা পৌঁছে গেছেন। 1,900 কিলোমিটার পথ অতিক্রম করে Tata Nexon EV প্রথম কাজায় পৌঁছনো ইলেকট্রিক ভেহিকেলের মুকুট জিতে নিয়েছে। Anjnay Saini নামক এই ব্যাক্তি তাঁর Tata Nexon EV চড়ে দিল্লি থেকে কাজা পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন।
সমগ্র যাত্রাপথে তাঁর Nexon EV চার্জ করার জন্য মোট খরচ হয়েছে 2,000 টাকা। রিপোর্ট অনুযায়ী Anjnay এবং তাঁর দুই বন্ধু গাড়ি করে গিয়েছিলেন। তারা করনাল, নারকন্ডা, জাবলী, রিকং পিও এবং চাঙ্গো এর মতো কিছু স্থানে ইলেকট্রিক এসইউভি চার্জ করেছেন। তাদের গন্তব্যের মোট দূরত্ব ছিল 1,900 কিলোমিটার।
Nexon EV এর দাম ও ফিচার
টাটা নেক্সন ইলেকট্রিক কারের ভারতীয় বাজারে মোট পাঁচটি ভেরিয়েন্ট উপলব্ধ আছে। এর দাম 13.99 লাখ টাকা থেকে 16.85 লাখ টাকার মাঝে। আবার এতে কোম্পানি 30.2 kWh শক্তির লিথিয়াম-আইঅন লিকুইড ব্যাটারী দেওয়া আছে। আবার কোম্পানি এই ব্যাটারীতে 8 বছর/1.6 লাখ কিমির ওয়ারেন্টিও দেয়।
এছাড়া কোম্পানি দাবি করেছে যে এই ইলেকট্রিক এসইউবি সিঙ্গেল চার্জে 315 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেবে। এটিকে মাত্র 1 ঘন্টায় ফাস্ট চার্জিং সিস্টেমে 80% পর্যন্ত চার্জ করা যাবে আবার রেগুলার চার্জারে এই গাড়ির ব্যাটারী ফুল চার্জ হতে 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যায়।