Home খবর ভারতে লঞ্চ কনফর্ম হল realme 12x 5G স্মার্টফোনের, এই দিন হতে চলেছে ভারতে লঞ্চ

ভারতে লঞ্চ কনফর্ম হল realme 12x 5G স্মার্টফোনের, এই দিন হতে চলেছে ভারতে লঞ্চ

গত সপ্তাহে আমরা এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম রিয়েলমি তাদের Realme 12x 5G স্মার্টফোন খুব তাড়াতাড়ি ভারতের বাজারে পেশ করতে পারে এবং এপ্রিলের শুরুর দিকেই এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এবার এই খবরের সত্যতা প্রমাণ করে রিয়েলমি ভারতে Realme 12x 5G স্মার্টফোন লঞ্চের ডেট ঘোষণা করে দিয়েছে।

ভারতে Realme 12x 5G এর লঞ্চ ডেট

2 এপ্রিল ভারতে Realme 12x 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি অফিসিয়ালি অ্যানাউন্স করে বলেছে 2 এপ্রিল দুপুর 12 টায় Realme 12x 5G স্মার্টফোনটির দাম জানানো হবে। শপিং সাইট Flipkart এও এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হবে। এই ফোনটিকে এই ওয়েবসাইট দিয়ে কেনা যাবে। কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই ফোনের লঞ্চ ইভেন্ট দেখানো হবে।

Realme 12x এর সম্ভাব্য দাম

চীনে এই Realme 12x স্মার্টফোনটি 12জিবি RAM সহ লঞ্চ হয়েছে, এর 256জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1499 ইউয়ান যা প্রায় 17,000 টাকার কাছাকাছি এবং 512জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1799 ইউয়ান যা প্রায় 20,000 টাকার কাছাকাছি। ভারতে Realme 12x স্মার্টফোনটি এই রেঞ্জে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Realme 12x এর স্পেসিফিকেশন