ভারতে লঞ্চ কনফর্ম হল realme 12x 5G স্মার্টফোনের, এই দিন হতে চলেছে ভারতে লঞ্চ

গত সপ্তাহে আমরা এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম রিয়েলমি তাদের Realme 12x 5G স্মার্টফোন খুব তাড়াতাড়ি ভারতের বাজারে পেশ করতে পারে এবং এপ্রিলের শুরুর দিকেই এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এবার এই খবরের সত্যতা প্রমাণ করে রিয়েলমি ভারতে Realme 12x 5G স্মার্টফোন লঞ্চের ডেট ঘোষণা করে দিয়েছে।

ভারতে Realme 12x 5G এর লঞ্চ ডেট

2 এপ্রিল ভারতে Realme 12x 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি অফিসিয়ালি অ্যানাউন্স করে বলেছে 2 এপ্রিল দুপুর 12 টায় Realme 12x 5G স্মার্টফোনটির দাম জানানো হবে। শপিং সাইট Flipkart এও এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হবে। এই ফোনটিকে এই ওয়েবসাইট দিয়ে কেনা যাবে। কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই ফোনের লঞ্চ ইভেন্ট দেখানো হবে।

Realme 12x এর সম্ভাব্য দাম

চীনে এই Realme 12x স্মার্টফোনটি 12জিবি RAM সহ লঞ্চ হয়েছে, এর 256জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1499 ইউয়ান যা প্রায় 17,000 টাকার কাছাকাছি এবং 512জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1799 ইউয়ান যা প্রায় 20,000 টাকার কাছাকাছি। ভারতে Realme 12x স্মার্টফোনটি এই রেঞ্জে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Realme 12x এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশ রেট ও 625 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Realme 12X ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসের যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB RAM রয়েছে। এর সঙ্গে ফোনটিতে 12GB virtual RAM দেওয়া হয়েছে যার ফলে এই ফোনে মোট 24GB RAM (12GB+12GB RAM) এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme 12X ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে আইপি54 রেটিং যোগ করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসেবে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে এবং ফোনটির থিকনেস মাত্র 7.89 মিমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here