শাওমির সাব ব্র্যান্ড রেডমি আজ ভারতের বাজারে তাদের নতুন ‘নোট 12’ সিরিজ লঞ্চ করে কোম্পানির আধিপত্য আরও বাড়ানোর ব্যাবস্থা করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro+ 5G নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে Redmi Note 12 Pro+ 5G ফোনটি এই সিরিজের সবচেয়ে বড় এবং শক্তিশালী স্মার্টফোন। এই ফোনটিতে 200MP Camera, MediaTek Dimensity 1080 চিপসেট এবং 120W Fast Charging এর মতো দুর্দান্ত কিছু ফিচার রয়েছে। নিচে এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: Realme এবং Redmi-কে টক্কর দিতে বাজারে এসে গেছে Samsung Galaxy F04 স্মার্টফোন, জেনে নিন এই লো বাজেট ফোনের স্পেসিফিকেশন এবং দাম
Redmi Note 12 Pro+ এর স্পেসিফিকেশন
Display
Redmi Note 12 Pro+ 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি এমোলেড প্যানেল ফিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এটি একটি Widevine L1 সার্টিফাইড স্ক্রিন যা কর্নিং গোরিলা গ্লাস দিয়ে সুরক্ষিত এবং 394 পিপিআই, 900 নিটস ব্রাইটনেস এবং PWM ডিমিং ফিচার সাপোর্ট করে।
Processor
এই রেডমি ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং MiUI 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটি 2.6 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 1080 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Adreno Mali-G68 GPU যোগ করা হয়েছে। ভারতে এই ফোনটি 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেটের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া হেভি গেমিং এবং পারফরমেন্সের সময় স্মুথ প্রসেসিঙের জন্য এতে ভেপার চেম্বার কুলিং টেকনোলজি রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ বাজারে হাজির নতুন ফ্ল্যাগশিপ কিলার
Camera
Redmi Note 12 Pro+ 5G ফোনটির অন্যতম সবচেয়ে বড় ফিচার হল এই ফোনটির ক্যামেরা। এই ফোনে f/1.65 অ্যাপারচার যুক্ত 200MP Samsung HPX প্রাইমারি রেয়ার সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে f/2.2 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
Battery
শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি কোম্পানি তাদের এই ফোনে শক্তিশালী ব্যাটারিও যোগ করেছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 120 ওয়াট হাইপার চার্জ টেকনোলজি যুক্ত 4,980mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফাস্ট চার্জিং ফিচারের সাহায্যে Redmi Note 12 Pro+ 5G ফোনটি মাত্র 19 মিনিটের মধ্যে 100 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। উল্লেখ্য এই ফোনের বক্সের মধ্যেই 120 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে। আরও পড়ুন: BGMI Unban Date 2023 : 15 জানুয়ারি কি সত্যি ভারতে ফিরছে BGMI? জেনে নিন ডিটেইলস
Redmi Note 12 Pro+ এর দাম
ভারতে Redmi Note 12 Pro+ 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM এবং 256GB Storage দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 29,999 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্টটি 32,999 টাকা দামে 12GB RAM + 256GB Storage সহ পেশ করা হয়েছে। আগামী 11 জানুয়ারি থেকে দেশের মার্কেটে এই দুর্দান্ত ফোনটির সেল শুরু হবে।
এই সিরিজের Redmi Note 12 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন এবং Redmi Note 12 Pro 5G ফোনদুটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এই সিরিজের Redmi Note 12 5G এবং Redmi Note 12 Pro 5G ফোন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন