সস্তা 5জি ফোনের বাজার কাঁপাতে আসছে নতুন LAVA Storm 5G, এই দিন হবে ভারতে লঞ্চ

ভারতীয় মোবাইল কোম্পানি লাভা বিগত বেস কিছু সময় ধরে যথেষ্ট সক্রিয় হয়ে রয়েছে। এই কোম্পানির পক্ষ থেকে Realme–Redmi এর মতো চাইনিজ ব্র্যান্ডগুলিকে টক্কর দিয়ে দেশের বাজারে কয়েকটি কম দামের সুন্দর ফোন পেশ করা হয়েছে। এবার কোম্পানি আগামী লঞ্চ করতে চলেছে। এই ফোনের ফার্স্ট লুক এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সহ আনুমানিক দাম সম্পর্কে নিচে জানানো হল।

LAVA Storm 5G এর লঞ্চ ডেট

21 ডিসেম্বর ভারতে LAVA Storm 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানি এই ফোনের টিজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এই তথ্য জানিয়ে দিয়েছে। ভার্চুয়ালভাবে এই ফোনটি পেশ করা হবে এবং 21 ডিসেম্বর দুপুর 12টার সময় অফিসিয়াল স্পেসিফিকেশন সহ ফোনটির দাম ও সেল ঘোষণা করে দেওয়া হবে। অন্যদিকে শপিং সাইট আমাজনে এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে এই ফোনটি আমাজনের মাধ্যমেই সেল করা হবে।

Lava Storm 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে বলে জানা গেছে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এই আপকামিং ফোনে 8GB RAM দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে এতে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। তবে মার্কেটে এই ফোনটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে বলে মনে করা হচ্ছে।
  • ক্যামেরা: Lava Storm 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here